টেলিকম

১৪০ টাকার কমে ৯০ দিন ভ্যালিডিটি সহ হাই স্পিড ইন্টারনেট ডেটা, Jio-র সেরা তিন প্ল্যান

Published on:

Reliance Jio internet data plan price under 140 rupees with jio Hotstar subscription

আপনি যদি Jio গ্রাহক হোন এবং কম খরচে হাই-স্পিড ইন্টারনেট উপভোগ করতে চান তবে সংস্থার ডেটা প্যাকগুলি রিচার্জ করতে পারবেন। Jio তাদের ব্যবহারকারীদের জন্য সেরা কয়েকটি ডেটা প্যাক অফার করছে। এখানে আমরা ১৪০ টাকার কমে প্যাকগুলি নিয়ে আলোচনা করবো। এই ডেটা প্যাকগুলি ১২ জিবি পর্যন্ত ডেটা এবং ৯০ দিন পর্যন্ত ভ্যালিডিটি দেবে। এর সাথে জিও হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Reliance Jio এর ইন্টারনেট ডেটা প্যাক

১৩৯ টাকার ডেটা প্যাক

জিও-র এই ডেটা প্যাকের বৈধতা ৭ দিন। এখানে ইন্টারনেট ব্যবহারের জন্য দেওয়া হয় ১২ জিবি ডেটা।

১০০ টাকার ডেটা প্যাক

এই ডেটা প্যাকের ভ্যালিডিটি ৯০ দিন। এখানে ৫ জিবি ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানে ৯০ দিনের জিও হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হবে।

৬৯ টাকায় ডেটা প্যাক

জিও-র এই ডেটা প্যাকের বৈধতা ৭ দিন। এই প্ল্যানে আপনি মোট ৬ জিবি ডেটা পাবেন।

মনে রাখবেন জিও-র এই ডেটা প্ল্যান ব্যবহার করার জন্য আপনার নম্বরে একটি কম্বো প্ল্যান থাকা বাধ্যতামূলক। অর্থাৎ এর মাধ্যমে সিমের ভ্যালিডিটি বাড়ানো যাবে না। আপনি যদি বেশি ভ্যালিডিটি সহ বেশি ইন্টারনেট ডেটা পেতে চান তাহলেও জিও-র কাছে ১৯৫ টাকার একটি ডেটা প্যাক আছে। এখানে ৯০ দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশন সহ ১৫ জিবি ডেটা পাওয়া যাবে।