Airtel এর থেকে প্রায় অর্ধেক খরচে Netflix দেখতে দিচ্ছে Reliance Jio, রয়েছে কলিং ও ডেটা বেনিফিটও

ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Jio তাদের গ্রাহকদের বিভিন্ন ধরনের প্ল্যান রিচার্জ করার সুবিধা দেয়। এছাড়া রয়েছে প্রিপেইড বা পোস্টপেইড কানেকশন বেছে নেওয়ার বিকল্প। দ্বিতীয় পরিষেবায় আগে সমস্ত সুবিধা উপভোগ করার পর মাসের শেষে অর্থ পরিশোধ করতে হয়। আর Jio এর পোস্টপেইড প্ল্যানগুলিও প্রিপেইড প্ল্যানের মতো আকর্ষণীয়। এখানে কলিং, ডেটা ও অন্যান্য সুবিধার সাথে অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগও আছে।
এই প্রতিবেদনে আমরা কোম্পানির এমনই একটি পোস্টপেইড প্ল্যান সম্পর্কে বলবো। পাশাপাশি Jio এর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী, Airtel এরও একটি প্ল্যানের সাথে তুলনা করে দেখাবো কোনটা আপনার জন্য সেরা। আসুন প্ল্যান দুটি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Jio এর ৭৪৯ টাকার প্ল্যান
৭৪৯ টাকার এই প্ল্যানে জিও ইন্টারনেট ব্যবহারের জন্য ১০০ জিবি ডেটা অফার করছে। এখানে তিনটি অ্যাড-অন সিমের সুবিধাও রয়েছে। গ্রাহকদের প্রতিটি অ্যাড-অন সিমের জন্য মাসে ১৫০ টাকা দিতে হবে। জিও প্রতিটি অ্যাড-অন সিমে প্রতি মাসে ৫ জিবি ডেটা ব্যবহার করতে দেবে। এছাড়াও ৫জি স্মার্টফোন ব্যবহারকারীরা পাবেন আনলিমিটেড ৫জি ডেটা। এখানে আনলিমিটেড ভয়েস কলিং এবং রোজ ১০০টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যানে নেটফ্লিক্স (বেসিক) ব্যবহার করার সুবিধাও আছে।
এর পাশাপাশি, জিও তাদের গ্রাহকদের দুই বছরের জন্য অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশনও এই প্ল্যানের সাথে অফার করে। আর কোম্পানি এখন ভারতে ৯ম বর্ষপূর্তি উদযাপন করায় জিও গোল্ডে ২% অতিরিক্ত ছাড় দিচ্ছে। এর পাশাপাশি, পাওয়া যাবে জিও হটস্টারের সাবস্ক্রিপশন এবং দুই মাসের জন্য জিও হোমের বিনামূল্যে ট্রায়ালের সুবিধা।
Airtel এর ১৩৯৯ টাকার প্ল্যান
এই এয়ারটেল প্ল্যানে একটি প্রাইমারি এবং তিনটি অ্যাড-অন সিম পাওয়া যায়। ১৩৯৯ টাকার এই প্ল্যানে, গ্রাহকরা মোট ২৪০ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে রয়েছে দৈনিক এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। আর জিওর প্ল্যানের মতো এখানেও নেটফ্লিক্স (বেসিক) বিনামূল্যে দেখা যাবে। এর সাথে ৬ মাসের জন্য অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন মিলবে।
আবার ১৩৯৯ টাকার এয়ারটেল প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা এক বছরের জন্য Jio Hotstar মোবাইলের সাবস্ক্রিপশন পাবেন। এছাড়া কোম্পানি এখানে Apple TV+ এবং Apple Music পরিষেবাও অফার করছে।