টেলিকম

ভারতের আগে বাংলাদেশে চালু হচ্ছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা? ইলন মাস্কের সঙ্গে বৈঠক

শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে পারে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা (Starlink Satellite Internet Service)। জানা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মহাম্মদ ... Read more

Published on:

Starlink Satellite Internet Service to launch in Bangladesh soon

শীঘ্রই বাংলাদেশে লঞ্চ হতে পারে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা (Starlink Satellite Internet Service)। জানা গেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মহাম্মদ ইউনূস দেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন।

শনিবার এক্স-এ একটি পোস্ট শেয়ার করে মহাম্মদ ইউনূস লিখেছেন, ইলন মাস্কের সঙ্গে বৈঠক শেষে তারা একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। ইউনূস বলেন, মাস্ক শীঘ্রই বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করতে চান। ইতিমধ্যে ভিডিও কলেও মহাম্মদ ইউনূস বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর বিষয়ে স্পেসএক্স, টেসলা ও এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে আলোচনা সেরেছেন।

মাস্ক ও ইউনূসের মধ্যে আলোচনায় বাংলাদেশের উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, বাংলাদেশের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রায়ার এবং গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথসও উপস্থিত ছিলেন।

কথোপকথনে ইউনূস ও মাস্ক স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবার প্রভাবের ওপর জোর দেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে বলেছেন, উচ্চগতির ও স্বল্পমূল্যের ইন্টারনেট পরিষেবা কীভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, সুবিধাবঞ্চিত এলাকায় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র ও অতিক্ষুদ্র উদ্যোক্তার জন্য জাতীয় সীমানা ছাড়িয়ে বর্হিবিশ্বে প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে।