Vi গ্রাহকদের জন্য সুসংবাদ, মুম্বাইয়ের পর এই দুই শহরে এখন মিলবে হাই-স্পিড 5G নেটওয়ার্ক

মুম্বাইয়ের পর এবার ভোডাফোন-আইডিয়া (Vi) চন্ডীগড় ও পাটনায় 5G পরিষেবা চালু করল। এতদিন পর্যন্ত Vi-এর 5G নেটওয়ার্ক কেবলমাত্র মুম্বাই সার্কেলে সীমাবদ্ধ ছিল। সীমিত সংখ্যক প্রিপেড ও পোস্টপেড গ্রাহকরা হাই-স্পিড ইন্টারনেটের সুবিধা পাচ্ছিলেন। এবার একই পরিষেবা চন্ডীগড় ও পাটনার গ্রাহকদের জন্য লঞ্চ করা হল। আশা করা হচ্ছে Vodafone Idea দেশের অন্যান্য শহরেও দ্রুত 5G পরিষেবা পৌঁছে দেবে।
চন্ডীগড় ও পাটনায় পাওয়া যাবে ভোডাফোন আইডিয়ার 5G পরিষেবা
Vi এর তরফে জানানো হয়েছে, চন্ডীগড় ও পাটনার গ্রাহকরা ২৮ এপ্রিল থেকে তাদের স্মার্টফোনে 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এই নেটওয়ার্ক উন্নত করতে এবং গ্রাহকদের আরও ভালো অভিজ্ঞতা দিতে সংস্থাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-ভিত্তিক সেল্ফ-অর্গানাইজিং নেটওয়ার্ক (SON) প্রযুক্তির ব্যবহার করছে।
নতুন পরিষেবা রোল আউট করার জন্য Vi, স্যামসাং-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে। উভয় সংস্থা একসাথে উন্নত প্রযুক্তির মাধ্যমে শহরগুলিতে ৫জি টাওয়ার বসিয়ে নেটওয়ার্ক বিস্তারের কাজ করছে। ভোডাফোন আইডিয়া আরও ঘোষণা করেছে যেড় তারা আগামী মাসে বেঙ্গালুরু এবং দিল্লিতেও 5G পরিষেবা চালু করার পরিকল্পনা করছে।
জানিয়ে রাখি, Vi এর 5G পরিষেবা ব্যবহার করার জন্য ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের যেকোনো আনলিমিটেড, হিরো আনলিমিটেড অথবা সুপার হিরো প্রিপেইড প্ল্যান রিচার্জ করতে হবে। এরপরেই পাওয়া যাবে আনলিমিটেড 5G ডেটার সুবিধা।
ভোডাফোন আইডিয়া জানিয়েছে, তারা ইতিমধ্যেই দেশের ১১টি প্রধান ক্রিকেট স্টেডিয়ামে 5G পরিষেবা সরবরাহ করছে। এর ফলে খেলা চলাকালীন গ্রাহকরা লাইভ স্ট্রিমিং ও দ্রুতগতির ইন্টারনেট উপভোগ করতে পারেন।