Apple এর ‘Awe Dropping’ ইভেন্ট আজ অনুষ্ঠিত হতে চলেছে। এই ইভেন্টে iPhone 17 সিরিজ, Apple Watch Series 11, ও AirPods Pro 3 সহ আরও কিছু প্রোডাক্ট লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে কোটি কোটি ফ্যানেরা এবং প্রযুক্তিপ্রেমীরা এই বছর আমেরিকার টেক জায়ান্টটি কোন কোন প্রোডাক্ট বাজারে আনতে চলেছে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই ইভেন্টের প্রধান আকর্ষণ স্মার্টফোন হলেও, অ্যাপল ওয়াচ, এয়ারপড এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার নিয়ে কৌতুহল তৈরি হয়েছে ফ্যানেদের মধ্যে।
এই প্রতিবেদনে আমরা Apple এর Awe Dropping ইভেন্ট কখন এবং কোথায় দেখা যাবে সে সম্পর্কে জানানোর পাশাপাশি, এই ইভেন্টে কোন কোন প্রোডাক্ট লঞ্চ হতে পারে সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেবো।
Apple Awe Dropping ইভেন্টটি কুপারটিনোর অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে অনুষ্ঠিত হবে। ভারত সহ বিশ্বের সমস্ত প্রযুক্তিপ্রেমীদের জন্য ইভেন্টটি সরাসরি সম্প্রচার করা হবে। ভারতীয়রা ৯ সেপ্টেম্বর রাত ১০:৩০ টায় অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি অ্যাপ বা অ্যাপলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইভেন্টটি দেখতে পারবেন।
অ্যাপল আজকের ইভেন্টে তাদের বহুল প্রতীক্ষিত iPhone 17 লাইনআপের উপর থেকে পর্দা সরাবে বলে অনুমান করা হচ্ছে। এবছর iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max সহ মোট চারটি মডেল লঞ্চ হবে। প্রতিটি মডেল আপগ্রেড ক্যামেরা এবং প্রসেসর সহ আসবে।
রিপোর্ট থেকে জানা গেছে আইফোন ১৭ সিরিজের প্রি-অর্ডার ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। অর্থাৎ লঞ্চের তিন দিন পর থেকেই ফোনগুলি অর্ডার করা যাবে। এরপর ১৯ সেপ্টেম্বর স্টোরে চলে আসবে সদ্য বাজারে আসা ডিভাইস চারটি।
এরপাশাপাশি আগামী ১৫ সেপ্টেম্বর থেকে iOS 26 ওএসের আপডেট রোলআউট করা হতে পারে। ফলে iPhone 17 হাতে পাওয়ার পরপরই নতুন ফিচার ব্যবহারের স্বাদ পাবে ক্রেতারা।
আইফোন ১৭ মডেলে ৬.৩ ইঞ্চি ১২০ হার্টজ ডিসপ্লে, ১২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। এটি বিভিন্ন রঙে পাওয়া যাবে। এর প্রারম্ভিক মূল্য প্রায় ৮০০ ডলার (প্রায় ৭০,০০০ টাকা) হতে পারে বলে আশা করা হচ্ছে।
আইফোন ১৭ প্রো ডিভাইসে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং অ্যালুমিনিয়াম ফ্রেম থাকবে। এর পাশাপাশি পাওয়া যাবে নতুন এ১৯ প্রো চিপ। এর ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকবে ১১৯৯ ডলার (প্রায় ১.০৫ লাখ টাকা)।
আইফোন ১৭ প্রো ম্যাক্স কিছুটা মোটা বডি এবং বড় ব্যাটারি সহ আসবে। এতে ১২ জিবি র্যাম, ২৪ জিবি সেলফি ক্যামেরা থাকবে। দাম শুরু হবে প্রায় ১,২৯৯ ডলার (প্রায় ১.১৫ লাখ টাকা) থেকে।
অ্যাপলের সবচেয়ে পাতলা আইফোন হবে এটি। জানা গেছে আইফোন ১৭ এয়ার মাত্র ৫.৫ মিমি পুরু হবে। এতে ৬.৬ ইঞ্চি ডিসপ্লে ও আপগ্রেড এ১৯ প্রসেসর দেওয়া হবে। স্মার্টফোনটির দাম শুরু হতে পারে ১০৯৯ ডলার (প্রায় ৯৭ হাজার টাকা) থেকে।
iPhone 17 সিরিজ ছাড়াও, এই ইভেন্টে Apple Watch Series 11, Ultra 3, এবং SE 3 মডেলগুলি লঞ্চ হতে পারে। স্মার্টওয়াচগুলিতে ৫জি কানেক্টিভিটি, স্যাটেলাইট সাপোর্ট এবং বড় স্ক্রিন থাকবে বলে জানা গেছে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.