মুখ্য সংবাদ

তিন দিন বিনামূল্যে দেখুন Apple TV+, ভারতীয় ব্যবহারকারীদের জন্য দারুন সুযোগ

Published on:

Apple tv plus three days free subscription indian users can enjoy

জনপ্রিয় হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। প্রাইম, নেটফ্লিক্সের পাশাপাশি সুপরিচিত মাধ্যম Apple TV+। যেখানে অজস্র সিনেমা-সিরিজ দেখা যায়। এই ওটিটি বিনামূল্যে দেখতে পারবেন ভারতীয় ব্যবহারকারীরা। নতুন বছরের উপহার হিসাবে এই অফার চালু করেছে অ্যাপল। সাবস্ক্রিপশনের জন্য আপনাকে এক টাকাও খরচ করতে হবে না। তিন দিন বিনামূল্যে দেখতে পারবেন ভারতীয় ব্যবহারকারীরা।

বর্তমানে, অ্যাপল টিভির সাবস্ক্রিপশন খরচ মাসে 99 টাকা থেকে শুরু। তবে 2025 সালের প্রথম সপ্তাহে একটি নতুন অফার এনেছে অ্যাপল। শুধু ভারত নয়, বিশ্বব্যাপী এই অফারটি চালু করা হয়েছে। 3 জানুয়ারি শুক্রবার থেকে 5 জানুয়ারি রবিবার পর্যন্ত একদম বিনামূল্যে অ্যাপল টিভি ব্যবহার করা যাবে। তবে একটি ছোট শর্ত রয়েছে। আপনি যেখানে থাকেন সেখান থেকেই এটি ব্যবহার করতে হবে। অর্থাৎ VPN ব্যবহার করা চলবে না।

কোনও ব্যবহারকারী যদি এমন জায়গায় থাকেন, যেখানে অ্যাপল টিভি চলে না, সেখানে অফারটি পাওয়া যাবে না। VPN ব্যবহারকারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এই সুযোগ নেওয়ার জন্য আপনাকে শুধু অ্যাপল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাপল টিভিতে লগইন করতে হবে। যদি না ইউজার আইডি না থাকে, তাহলে নতুন অ্যাকাউন্টও বানিয়ে নিতে পারেন।

আপনাদের জানিয়ে রাখি, এটি কোনও ট্রায়াল পিরিয়ডের অংশ নয়। সম্পূর্ণ বিনামূল্যে স্ট্রিমিং করা যাবে। এখন প্রশ্ন উঠতে পারে এই অফার কেন চালু করল কোম্পানি? এতে তো তাদের লোকসান! আসলে অ্যাপল টিভির ব্যবহারকারীর সংখ্যা প্রাইম ও নেটফ্লিক্সের মতো বড় নয়। এই অফারের মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাপল টিভিতে আকৃষ্ট করাটাই লক্ষ্য কোম্পানির। সাবস্ক্রিপশন বাড়ানোর উদ্দেশ্যে তিন দিন বিনামূল্যে অ্যাপল টিভি উপভোগ করার অফারটি চালু করা হয়েছে।