স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য হাই রিস্ক অ্যালার্ট জারি করল সরকার, চুরি হতে পারে ডেটা

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা। ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) সম্প্রতি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে একাধিক নিরাপত্তাজনিত ত্রুটির সন্ধান পেয়েছে। এই ত্রুটিগুলি কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে এবং ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে।
অ্যান্ড্রয়েডের কোন কোন ভার্সনে ক্রুটি আছে
CERT-In জানিয়েছে এই ত্রুটিগুলি অ্যান্ড্রয়েড ১৩, ১৪ এবং ১৫-এর পূর্ববর্তী ভার্সনগুলিতে খুঁজে পাওয়া গেছে। ঝুঁকির মাত্রা এতটাই গুরুতর যে, CERT-In এই সমস্যাগুলিকে ‘হাই-রিস্ক’ ক্যাটাগরিতে রেখেছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত Vulnerability Note CIVN-2025-0077 অনুযায়ী, এই ত্রুটিগুলি ফোনের কার্যক্ষমতা নষ্ট করতে পারে, অ্যাপ ক্র্যাশ করতে পারে এবং ফোনের বিভিন্ন পরিষেবা ব্যাহত হতে পারে।
CERT-In আরও বলেছে যে, এই নিরাপত্তা ত্রুটিগুলি শুধুমাত্র অপারেটিং সিস্টেমেই সীমাবদ্ধ নয়। এগুলি অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের বিভিন্ন অংশে, যেমন সিস্টেম ফ্রেমওয়ার্ক, গুগল প্লে সিস্টেম আপডেট এবং কার্নেল অংশেও উপস্থিত। আর ত্রুটিগুলি মিডিয়াটেক, কোয়ালকম এবং ARM-এর মতো জনপ্রিয় সংস্থার কম্পোনেন্টের কারণে এসেছে।
এই পরিস্থিতিতে কি করা উচিত
এই পরিস্থিতিতে স্মার্টফোন ব্যবহারকারীদের বেশ কয়েকটি কাজ করা উচিত বলে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে। এরমধ্যে আছে ফোনের সফটওয়্যার আপডেট রাখা এবং সময়ে সময়ে সিকিউরিটি প্যাচ ইনস্টল করা। এছাড়া অচেনা ও সন্দেহজনক অ্যাপ বা লিংকে ক্লিক না করা উচিত