Honor আগামী ২ জুলাই তাদের পরবর্তী লঞ্চ ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টে সংস্থার নতুন স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ এবং ইয়ারবাড, বিভিন্ন গ্যাজেটের উপর থেকে পর্দা সরানো হবে। এই ইভেন্টে যেসব ডিভাইস লঞ্চ হতে চলেছে, সেগুলোর মধ্যে আছে Magic V5 ফোল্ডেবল স্মার্টফোন, MagicPad 3 ট্যাবলেট, MagicBook Art 14 ল্যাপটপ, Watch 5 Ultra স্মার্টওয়াচ এবং Open Earbuds। আসুন ডিভাইসগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
অনার ম্যাজিক ভি৫ ফোল্ডেবল স্মার্টফোনে দেওয়া হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। ডিভাইসটির ডিজাইন নিয়ে জোর চর্চা চলছে, এটি মাত্র ৮.৮ মিমি পুরু হবে। কোম্পানির দাবি অনার ম্যাজিক ভি৫ হবে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন। এতে ব্যবহার করা হবে ‘লুবান শক-অ্যাবজরবিং হিঞ্জ’ নামের এক নতুন প্রযুক্তির হিঞ্জ, যা ফোনটে টেকসই করবে।
অনার ম্যাজিকপ্যাড ৩ ট্যাবলেটের অন্যতম আকর্ষণ হল ১৩.৩ ইঞ্চি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়া এতে পাওয়া যাবে ১২,৪৫০ এমএএইচ ব্যাটারি, AI স্মার্ট ফিচার, পিসি-গ্রেড কিবোর্ড এবং স্টাইলাস সাপোর্ট। এই ডিভাইসটিও যথেষ্ট হালকা হবে। জানা গেছে এটি মাত্র ৫.৭৯ মিমি পুরু হবে আর ওজন হবে ৫৯৫ গ্রাম।
অনার ওয়াচ ৫ আল্ট্রা স্মার্টওয়াচ তৈরি হবে এয়ারোস্পেস গ্রেড-৫ টাইটানিয়াম অ্যালয় দিয়ে, অর্থাৎ, এটি যেমন দেখতে প্রিমিয়াম, তেমনি টেকসই এবং স্ক্র্যাচ-রেজিস্ট্যান্টও হবে। এই ম্যাটেরিয়াল স্কিন-ফ্রেন্ডলি এবং অ্যালার্জি-প্রুফও।
আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে ডিভাইসগুলির আরও টিজার সামনে আসবে। আর লঞ্চ কনফারেন্সে এদের দাম ও এগুলি ভারতে কবে থেকে পাওয়া যাবে তা জানা যাবে।
অনেকেই ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান। এই কারণে তারা দীর্ঘ মেয়াদী প্ল্যান খোঁজ করে…
অবশেষে ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 15। কোম্পানির তরফে আজ এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের লঞ্চের তারিখ…
উৎসব উপলক্ষে বিভিন্ন সেল শেষ হওয়ার পরেও, Amazon এখনও বিভিন্ন স্মার্টফোনের সাথে বাম্পার ডিল অফার…
Airtel তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন দামের প্ল্যান অফার করে। এমত পরিস্থিতিতে আপনি যদি ৩০০ টাকার…
OnePlus আগামীকাল ২৭ অক্টোবর চীনে তাদের এবছরের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 15 লঞ্চ করতে চলেছে।…
Lava Shark 2 অবশেষে ভারতে লঞ্চ হল। ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৮,০০০ টাকার কম।…
This website uses cookies.