চীনে সবার আগে মুক্তি পেয়েছিল, আর এখন গ্লোবাল মার্কেটে লঞ্চ হল সেই আশ্চর্য স্মার্টফোন। আমরা কথা বলছি Huawei Mate XT সম্পর্কে। এটি দুনিয়ার প্রথম ট্রাই-ফোল্ড ফোন যা তিনবার ভাঁজ করা যায়। বর্তমান ফোল্ডেবল ফোনগুলির থেকেও অত্যাধুনিক এটি। গত বছর সেপ্টেম্বরে প্রথম চাইনিজ মার্কেটে পা রেখেছিল। ট্রিপল-ফোল্ড ডিজাইনের এই ডিভাইসে ১০.২ ইঞ্চি পর্যন্ত 3K রেজোলিউশনের ওলেড ডিসপ্লে পাওয়া যাবে।
Huawei Mate XT: স্পেসিফিকেশন
হুয়াওয়ে মেট এক্সটি-র ৬.৪ ইঞ্চি কভার ডিসপ্লের রেজোলিউশন ২২৩২ × ১০০৮ পিক্সেল, ৭.৯ ইঞ্চি ডুয়াল স্ক্রিনের রেজোলিউশন ২২৩২ × ২০৪৮ পিক্সেল এবং সমস্থ ভাঁজ খুললে যে ১০.২ ইঞ্চির স্ক্রিন পাওয়া যাবে তার রেজোলিউশন ২২৩২ × ৩১৮৪ পিক্সেল। স্ক্রিনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৪৪ হার্টজ উচ্চ ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। এটি ১৬ জিবি র্যাম এবং ১ টেরাবাইট স্টোরেজের সিঙ্গেল ভেরিয়েন্টে পাওয়া যাবে।
হুয়াওয়ের ট্রাই-ফোল্ডিং ফোনে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং ১২ মেগাপিক্সেল ৫.৫x পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ফ্রন্টে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনটির ৫,৬০০ এমএএইচ ব্যাটারি ৬৬ ওয়াট ফাস্ট ওয়্যার্ড চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে।
গ্লোবাল মার্কেটে Huawei Mate XT-এর-এর দাম
ইউরোপে হুয়াওয়ে মেট এক্সটি-এর দাম ৩,৪৯৯ ইউরো। এটি ভারতীয় মুদ্রায় প্রায় ৩,১৭,৯০০ টাকা। অন্যদিকে, মালয়েশিয়াতে ফোনটির দাম ১৪,৯৯৯ আরএম (প্রায় ২,৯৩,৫০০ টাকা)। প্রতিটি মডেল ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ অফার করে। এটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাশাহী, মেক্সিকো, ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে পাওয়া যাবে। তবে ভারতে কবে লঞ্চ হবে সে সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।