উত্তর প্রদেশের প্রয়াগরাজে ১৩ জানুয়ারি শুরু হয়েছে বহু প্রতীক্ষিত মহাকুম্ভ মেলা, যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। দেশ বিদেশ থেকে মানুষ এই আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। ৪০ কোটির বেশি শরণার্থী আসতে পারে বলে অনুমান প্রশাসনের। কিন্তু, এই ৪৫ দিনের উৎসবে সাইবার প্রতারণা বা হোটেল জালিয়াতির সম্মুখীন হতে পারেন। যা নিয়ে সতর্ক করেছে পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞরা। নিজেকে সুরক্ষিত রাখার জন্য কয়েকটি টিপস অবশ্যই মাথায় রাখুন।
ভুয়ো QR কোড
চা, বিস্কুট, জল খাবার, লাঞ্চ না ডিনার সেরে অনলাইন পেমেন্ট করার আগে সাবধান। ভুয়ো QR কোড জালিয়াতির মুখে পড়তে পারেন। তাই টাকা দেওয়ার আগে ভালো করে যাচাই করুন, কাকে পাঠাচ্ছেন, কত টাকা পাঠাচ্ছেন সব কিছু। না হলে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি।
ভুয়ো হোটেল ওয়েবসাইট ও হোমস্টে
মহাকুম্ভ মেলার আড়ালে অনলাইন ও অফলাইন দু’জায়গাতেই ভুয়ো হোটেল লিস্টিং করা হচ্ছে। যারা এই বিষয়ে খবর রাখেন না, তাদের ঝুঁকি বেশি। মিথ্যে রেটিং ও ছবি দেখিয়ে আপনাকে ফাঁদে ফেলতে পারে। তাই হোটেল বুকিং করার আগে তার সত্যতা যাচাই করুন। ফোন নম্বরে যোগাযোগ করুন, ঠিকানা যাচাই করুন, তার পর করুন বুকিং।
ফিসিং স্ক্যাম
ইমেলে হোটেল কোম্পানি বা কোনও পরিষেবার ছদ্মবেশে আপনাকে ভুয়ো লিঙ্ক পাঠিয়ে ফাঁদে ফেলা হতে পারে। রেজিস্ট্রেশন করার আগে বা ব্যক্তিগত তথ্য যেমন আধার নম্বর, মোবাইল নম্বর দেওয়ার আগে সেটি যাচাই করুন। সাবধান থাকতে সম্পূর্ণ ভাবে এড়িয়ে চলুন সেগুলি।
পাবলিক WiFi এ ঝুঁকি
পাবলিক WiFi পরিষেবার আড়ালেও সাইবার প্রতারণা হতে পারে। প্রচুর মানুষের সমাগম হবে এই মেলায়। তার মধ্যে ডিজিটাল স্ক্যাম নিয়ে খবর রাখেন না এমন অনেকেই থাকতে পারেন। তাদের পাবলিক WiFi এর মাধ্যমে তাদের ফোনে ক্ষতিকারক ভাইরাস প্রবেশ করাতে পারে অপরাধীরা। তাই সুরক্ষিত WiFi নেটওয়ার্ক ব্যবহার করুন।