বছরে বেতন 17,500 কোটি টাকা, আর প্রতি দিনের হিসাবে 48 কোটি। এমনই চক্ষু চড়কগাছ করা বেতন পান এক ভারতীয় ভারতীয় বংশোদ্ভূত চিফ এগজিকিউটিভ অফিসার বা সিইও (CEO)। গুগলের সুন্দর পিচাইয়ের থেকেও দশগুণ রোজগার করেন জগদীপ সিং (Jagdeep Singh)। তার আয়ের অঙ্ক বড় বড় কোম্পানিদের বার্ষিক মুনাফার থেকেও বেশি। চলুন পরিচয় করিয়ে দিই বিশ্বের সর্বোচ্চ বেতনভুক্ত এই কর্মীর সঙ্গে।
বিশ্বের সর্বোচ্চ বেতন পান জগদীপ সিং
জগদীপ সিংয়ের বেতন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় মেধার চাহিদা ও সাফল্য তুলে ধরেছে। আমেরিকার কোয়ান্টামস্কেপ (Quantumscape) নামে একটি সংস্থার প্রাক্তন সিইও তথা প্রতিষ্ঠাতা। বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত ব্যাটারি প্রযুক্তির একটি অগ্রগামী প্রতিষ্ঠান হল ওই কোয়ান্টামস্কেপ। সংস্থাটি পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক সলিড-স্টেট ব্যাটারি তৈরি করছে যা ইলেকট্রিক গাড়ির কর্মক্ষমতায় বিপ্লব আনতে চলেছে।
কোয়ান্টামস্কেপে বিল গেটস এবং ফোক্সভাগেনের বিনিয়োগ রয়েছে। শিল্পমহলের বড় বড় নাম যুক্ত থাকার ফলে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে এরা। ব্যাটারি প্রস্তুতকারী এই সংস্থার সূচনা করার আগে জগদীপের কেরিয়ার ছিল চোখধাঁধানো। তিনি বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বি.টেক পাশ করেছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন এমবিএ।
2010 সালে কোয়ান্টামস্কেপ খোলার আগে একাধিক সংস্থায় কাজ করেছেন জগদীপ। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শুরু করেন নিজের সংস্থা। তবে গত বছর 16 ফেব্রুয়ারি কোয়ান্টামস্কেপের সিইও পদ ছেড়ে আরেক ভারতীয়কে সেই দায়িত্ব দিয়েছেন। বর্তমানে জগদীপ আরেকটি স্টার্টআপ সংস্থার সিইও হিসাবে কাজ করছেন।