সমুদ্রের তলায় উপস্থিত কেবিলের মাধ্যমে নিরবিচ্ছিন্ন পরিষেবা দিতে নতুন প্রোজেক্ট ঘোষণা করল সোশ্যাল মিডিয়া জায়েন্ট Meta। কোম্পানির পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভারতের। ৫০ হাজার কিলোমিটার কেবিল বসানোর সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। ৫টি দেশজুড়ে এই কেবিল সম্প্রসারণ করা হবে, যার মধ্যে ভারত ছাড়াও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।
এদিন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সোশ্যাল মিডিয়া গ্রুপ মেটা পাঁচটি মহাদেশ জুড়ে ৫০,০০০ কিলোমিটার সমুদ্রের তলদেশে কেবিল তৈরি করবে, যা ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করবে। সমুদ্রতলের এই কেবিল প্রকল্পে আগামী কয়েক বছর কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করা হবে। কাজ শুরু হবে এই বছর থেকেই।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ভারত মহাসাগরে সমুদ্রের তলদেশে কেবিলের রক্ষণাবেক্ষণ, মেরামত এবং অর্থায়নে বিনিয়োগ করতে চায় ভারত। এর জন্য বিশ্বস্ত বিক্রেতাদের সাহায্য নেওয়া হবে। উল্লেখ্য, সমুদ্রের তলদেশে কেবিল যুক্ত হওয়ার ফলে এটি ভারতে ১৮তম ল্যান্ডিং স্টেশন প্রকল্পে পরিণত হবে।
টেলিকম রেগুলেটরি অথরিটি (ট্রাই) এর তথ্য অনুসারে, ভারতের ১৭টি জেলা ল্যান্ডিং স্টেশনে প্রায় ১৭টি আন্তর্জাতিক সমুদ্রের তলদেশে কেবিল রয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে এক অনুষ্ঠানে ট্রাই চেয়ারম্যান অনিল কুমার লাহোটি বলেছিলেন, এই কেবিলগুলির মোট ক্ষমতা এবং কার্যক্ষমতা যথাক্রমে ১৮০ এবং ১৩২ টেরাবিট প্রতি সেকেন্ড।
এই কেবিল ছাড়াও, দুটি নতুন কেবল সিস্টেম বসিয়েছে রিলায়েন্স জিও মালিকানাধীন ইন্ডিয়া এশিয়া এক্সপ্রেস (IAX) এবং ইন্ডিয়া ইউরোপ এক্সপ্রেস (IEX)। দুই কোম্পানি সম্মিলিতভাবে ১৫,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ কেবিল স্থাপন করেছে। জানা গিয়েছে, এটি ২০২৫ সালের শেষ নাগাদ চালু হতে পারে।