এআইয়ের হাত ধরে স্মার্টফোনে বড় প্রবর্তন লক্ষ্য করা গিয়েছে। বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে স্মার্টফোনের ব্যবহার। এমতাবস্থায় স্যামসাং, অ্যাপলের মতো কোম্পানি ক্রমাগত নিজেদের ফোনে প্রযুক্তিগত পরিবর্তন করে চলেছে। কিন্তু, এর মধ্যে সবথেকে বেশি ছাপ ফেলেছে কোন মোবাইল? পরিসংখ্যান বলছে, বিক্রির নিরিখে স্যামসাং ও শাওমিকে কার্যত নাস্তানাবুদ করেছে Apple। মার্কিন কোম্পানির একমাত্র প্রিমিয়াম মোবাইল সিরিজ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বাজারে।
ইউরোপের বাজারে অ্যান্ড্রয়েডের থেকে সবথেকে বেশি বিক্রি হয়েছে iPhone। ফ্রান্স, জার্মানি ও স্পেনে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে ফোনের বিক্রি। অ্যান্ড্রয়েড সেগমেন্টে স্যামসাং শীর্ষস্থান ধরে রেখেছে। বিশেষ করে ব্রিটেনে Galaxy A55 এর সর্বোচ্চ বিক্রি ডিভাইসের মাধ্যমে তারা শীর্ষস্থান ধরে রেখেছে।
অ্যাপলের আইফোন ১৬ সিরিজও ব্যতিক্রমীভাবে ভালো পারফর্ম করেছে। বিশেষ করে গ্রেট ব্রিটেনে। তারপর রয়েছে শাওমি। শাওমি এবং গুগল পিক্সেল সিরিজের ফোনের বিক্রি বৃদ্ধি পেয়েছে এই দেশে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে পুরো ছবি পাল্টে দিয়েছে অ্যাপল।
আমেরিকায় অ্যাপল ক্রমশ আধিপত্য বিস্তার করে চলেছে। এই দেশে iOS ডিভাইস বাজারের ৫৪ শতাংশ দখল করেছে। মোট বিক্রির ২০ শতাংশ আইফোন ১৬ সিরিজ, যার মধ্যে ১৬ প্রো ম্যাক্স ছিল সবচেয়ে জনপ্রিয় মডেল। স্যামসাং-এর বাজেট-ফ্রেন্ডলি গ্যালাক্সি এ১৫ এবং ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস২৪ সিরিজের বিক্রি স্থিতিশীল। সময়ের সাথে সাথে মোটোরোলা এবং গুগল পিক্সেলের বাজার দখল বৃদ্ধি পেয়েছে।
এশিয়ার ক্ষেত্রে, অস্ট্রেলিয়াতে আইফোন ১৬ সিরিজের সাফল্য সত্ত্বেও অ্যাপল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। চীনে ভিভো, শাওমি এবং হুয়াওয়ের মতো ব্র্যান্ডগুলি অ্যান্ড্রয়েড বাজারে নেতৃত্ব দিচ্ছে। যেখানে হুয়াওয় আরও একবার শীর্ষ স্থানে জায়গা করে নিতে সফল হয়েছে। জাপানে মোটোরোলা, স্যামসাং এবং গুগল পিক্সেলের নেতৃত্বে অ্যান্ড্রয়েড ফোনের বৃদ্ধি দেখা গেছে।