OnePlus ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর, এক বছর বিনামূল্যে ফ্রি Google AI Pro সাবস্ক্রিপশন

ভারতীয় শিক্ষার্থীদের জন্য গুগল সম্প্রতি একটি বড় ঘোষণা করেছিল। যেখানে শিক্ষার্থীরা এক বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে Google AI Pro সাবস্ক্রিপশন পাবেন, যা আলাদা ভাবে কিনতে গেলে প্রায় ১৯,৫০০ টাকা খরচ হত। আর এই অফারটি ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এদিকে OnePlus এখন নিজেদের তরফ থেকে এই অফারের প্রচার শুরু করেছে। কোম্পানির তরফে বলা হয়েছে যে, যারা OnePlus স্মার্টফোন ব্যবহার করেন, তারাও এই সুবিধা নিতে পারবেন।
OnePlus ফোন কিনলে বিনামূল্যে Google AI Pro সাবস্ক্রিপশন
ওয়ানপ্লাস জানিয়েছে, যেসব স্টুডেন্ট তাদের স্মার্টফোন ব্যবহার করেন তারা বিনামূল্যে গুগল এআই প্রো সাবস্ক্রিপশন উপভোগ করবেন। তবে একটা বিষয় নিয়ে কৌতুহল থেকে যাচ্ছে। আসলে অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য OnePlus যে লিঙ্ক শেয়ার করেছে সেটা গুগলের ওয়েবপেজেই রিডাইরেক্ট হচ্ছে। তাই এটি আলাদা কোনো OnePlus এক্সক্লুসিভ অফার নয় বলেই মনে হচ্ছে।
ফ্রি Google AI Pro সাবস্ক্রিপশনে কী কী পাওয়া যাবে
স্টুডেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে ব্যবহারকারীরা জনপ্রিয় একাধিক এআই টুলস ও ফিচারের সুবিধা লাভ করবেন। যারমধ্যে আছে –
NotebookLM: রিসার্চ ও লেখালেখির জন্য। এখানে পাঁচগুণ বেশি অডিও ওভারভিউ, সোর্স ও নোটবুক ব্যবহারের সুযোগ রয়েছে।
Gemini: Gmail, Docs সহ বিভিন্ন গুগল টুলসে এআই ভিত্তিক লেখালেখি ও কনটেন্ট সাজানোর সুবিধা পাওয়া যাবে।
Veo 3: শুধুমাত্র টেক্সট লিখে ভিডিও বানানো যাবে।
Flow ও Whisk: সিনেম্যাটিক দৃশ্য তৈরির পাশাপাশি ছবি দিয়ে ভিডিও বানানো যাবে।
Homework Help: ১,৫০০ পেজ পর্যন্ত টেক্সটবুক বিশ্লেষণ করে পড়াশোনায় সহায়তা করে।
এর পাশাপাশি ২ টিবি ক্লাউড স্টোরেজ এবং মাসে ১,০০০ এআই ক্রেডিট দেওয়া হবে। এর সাথে মিলবে Jules এর সাবস্ক্রিপশন।