আর্থিক কাজের জন্য বাধ্যতামূলক নথি প্যান কার্ড। তবে এটি পরিচয় পত্র হিসাবেও কাজ করে নানা ক্ষেত্রে। এদিন তা নিশ্চিত করল দেউলিয়া নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত একটি আপডেট। সেখানে জানানো হয়েছে, দেউলিয়া এবং দেউলিয়া কোড, প্যান কার্ডকে ব্যবহারকারীর পরিচয় যাচাইয়ের জন্য একটি সরকারী নথি হিসাবে স্বীকৃতি দেবে। একে অন্যান্য বৈধ নথির মতোই সমান স্তরে দেখা হবে।
উল্লেখ্য, তথ্য উপযোগী প্রতিষ্ঠানগুলি ইলেকট্রনিক ডেটাবেসে ঋণখেলাপিদের আর্থিক তথ্যের উপর নজর রাখে। এটি ত্রুটি দূর করতে, দেউলিয়া মামলায় বিলম্ব ও বিরোধ কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের অভিমত যে, পরিচয় যাচাইয়ের জন্য প্যান কার্ড ব্যবহারের অনুমতি দিলে আর্থিক প্রক্রিয়াগুলি সহজ হবে, যার ফলে ব্যবহারকারীরা আরও উপকৃত হবেন।
বুধবার প্রকাশিত ভারতের দেউলিয়া ও দেউলিয়া বোর্ড (IBBI) এর সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, তথ্য ইউটিলিটিগুলিকে নিবন্ধনের সময় ব্যবহারকারীর জনসংখ্যার প্রমাণীকরণের জন্য ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ (UIDAI) থেকে একটি সাব-অথেন্টিকেশন ব্যবহারকারী সংস্থার লাইসেন্স নিতে হবে।
প্রসঙ্গত, সম্প্রতি মোদী সরকার প্যান ২.০ প্রকল্প চালু করছে, যা এম-আধার বা ই-আধার সিস্টেমের মতোই কাজ করবে। অনেকে ভাবতে পারেন, প্যান ২.০-তে KYC, পরিচয় যাচাইকরণ বা ঠিকানা প্রমাণের জন্য ডায়নামিক QR কোড থাকবে কিনা! এক্ষেত্রে জানিয়ে রাখি, প্যান কার্ড ইতিমধ্যে কর শনাক্তকারী এবং একটি বাস্তব পরিচয়পত্র হিসাবে কাজ করতে শুরু করেছে। নতুন প্যান ২.০ উদ্যোগের মাধ্যমে, সিস্টেমটি একটি ডিজিটাল ফর্ম্যাটে স্থানান্তরিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।