মুখ্য সংবাদ

লোকের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম মেসেজের অ্যাক্সেস চেয়ে সরকারের কাছে আর্জি SEBI-র

Published on:

Sebi wants WhatsApp telegram messages access request government

সাম্প্রতিক সময়ে আর্থিক পরামর্শ দেওয়ার নাম করে সোশ্যাল মিডিয়ায় একাধিক চ্যানেল এবং ইনফ্লুয়েন্সারদের আবির্ভাব ঘটেছে। এর মধ্যে বেশ কিছু চ্যানেলের পরামর্শ বা টিপস মেনে ক্ষতির মুখে পড়েছে বহু বিনিয়োগকারী। বিষয়টি নজর এড়ায়নি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBI)। এবার WhatsApp এবং Telegram এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে অননুমোদিত আর্থিক পরামর্শের বিরুদ্ধে লড়াই করার জন্য বাড়তি কর্তৃত্ব চাইল সংস্থাটি।

কেন্দ্রীয় সরকারের কাছে এই প্রস্তাব রেখেছে সেবি। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে অননুমোদিত আর্থিক পরামর্শের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং বাজার লঙ্ঘনের তদন্তের জন্য তাদের কল রেকর্ড নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কাছ থেকে বাড়তি ক্ষমতা চেয়েছে সেবি। উল্লেখ্য, এই ক্ষেত্রে সেবির এটি প্রথম প্রস্তাব নয়।

২০২২ সালের পর থেকে দ্বিতীয়বার অনুরোধ করল সেবি। যদিও সরকারি অনুমোদন এখনও পাওয়া যায়নি। ৩ ফেব্রুয়ারির এক চিঠিতে সেবি উল্লেখ করেছে যে, মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলি শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থাকে গ্রুপ চ্যাটে অ্যাক্সেস দিতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ বর্তমান তথ্য প্রযুক্তি আইনগুলি SEBI-কে ‘অনুমোদিত সংস্থা’ হিসেবে স্বীকৃতি দেয় না।

বর্তমানে, এই ধরনের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ ক্ষমতা কর বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছে রয়েছে। কিন্তু সেবির মতো নিয়ন্ত্রকদের দেওয়া হয়নি। এই মুহূর্তে সরকার SEBI-এর এই অনুরোধ পর্যালোচনা করছে। এই ধরনের কর্তৃত্ব সাধারণত গুরুতর অপরাধের জন্য সংরক্ষিত থাকে এবং তার জন্য সমস্ত নিয়ন্ত্রকদের জন্য একটি বিস্তৃত নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন হয় বলে জানা গিয়েছে।