মুখ্য সংবাদ

জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ল, কোন গাড়িতে কত টাকা বেশি খরচ হবে দেখুন

Published on:

NHAI Toll Tax Hike

২০২৪ সালের জুন মাসের পর এবার ২০২৫ সালের এপ্রিল, এক বছরের মধ্যে জাতীয় সড়কে এই নিয়ে দ্বিতীয় বার টোল ট্যাক্স বাড়াল জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা এনএইচএআই (NHAI)। পয়লা এপ্রিল থেকেই টোল ট্যাক্স বৃদ্ধি কার্যকর করার ফলে ভারতের মহাসড়ক এবং এক্সপ্রেসওয়েতে ভ্রমণ আরও ব্যয়বহুল হতে চলেছে। গাড়ি ও হালকা যানবাহনের ক্ষেত্রে ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে টোল, যেখানে ভারী যানবাহনের ক্ষেত্রে প্রায় ১০ শতাংশ অতিরিক্ত টোল গুণতে হবে।

জানিয়ে রাখি, রাজ্যে ৫০টির বেশি জাতীয় সড়ক রয়েছে। গড়ে ৫৮ কিমি অন্তর একটি টোল ট্যাক্স বুথ অবস্থিত। এনএইচএআই একটি নির্দেশিকা জারি করে কোন রুটে কত টাকা খরচ হবে তা বিস্তারিত আকারে জানিয়েছে। লখনউ-কানপুর, অযোধ্যা, রায়বেরেলি এবং বারাবাঁকির মতো লখনউয়ের মধ্য দিয়ে যাওয়া মহাসড়কগুলিতে ব্যক্তিগত গাড়ির মতো হালকা যানবাহনের টোল প্রতি ট্রিপে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে, যেখানে ভারী যানবাহনের জন্য ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত অতিরিক্ত টোল দিতে হবে।

দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ও এনএইচ-৯-এও টোলের হার বৃদ্ধি করা হয়েছে। উদাহরণস্বরূপ, সরাই কালে খান এবং মিরাটের মধ্যে যাতায়াতকারী গাড়ি এবং জিপের জন্য একমুখী টোল ১৬৫ টাকা থেকে বেড়ে ১৭০ টাকা হবে। হালকা বাণিজ্যিক যানবাহন এবং বাসের জন্য এখন থেকে প্রতি ট্রিপে ২৭৫ টাকা এবং ট্রাকগুলিকে ৫৮০ টাকা করে ভাড়া দিতে হবে।

টোল বৃদ্ধির ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু যাত্রী কাঠামোগত উন্নয়নের জন্য তহবিলের প্রয়োজনীয়তা স্বীকার করলেও, অন্যরা ঘন ঘন টোল বৃদ্ধির জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। জাতীয় সড়ক কর্তৃপক্ষের যুক্তি, টোল সংগ্রহ থেকে আসা অতিরিক্ত রাজস্ব চলমান মহাসড়ক রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ প্রকল্পগুলিকে সমর্থন করবে। তাই যাত্রীদের সেই অনুযায়ী ভ্রমণ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।