OnePlus 13 পরশুদিন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। নজরকাড়া ফিচার্সের সঙ্গে এসেছে এই ফ্ল্যাগশিপ ফোন। এতে অন্যতম সুবিধা হিসাবে যুক্ত হয়েছে অফলাইন ডিভাইস ট্র্যাকিংয়ের ব্যবস্থা। এই সিস্টেম ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এবং বন্ধ হয়ে থাকলেও খুঁজে পাওয়া সহজ করে তোলে। মজার বিষয় হল, ওয়ানপ্লাস কিন্তু লঞ্চ ইভেন্টে কিন্তু এই বৈশিষ্ট্যের কার্যকারিতা স্পষ্টভাবে প্রকাশ করেনি। তবে অ্যান্ড্রয়েড অথরিটি OnePlus 13 মডেলে এই ফাংশনের উপস্থিত খুঁজে পেয়েছে।
OnePlus 13 অফ থাকলেও ট্র্যাক করা যাবে
জানিয়ে রাখি, গুগল গত বছর ফাইন্ড মাই ডিভাইস পরিষেবা আপডেট করেছে। নতুন সুবিধাগুলির মধ্যে যুক্ত হওয়া অফলাইন ট্র্যাকিং কেবলমাত্র Pixel 8 ও Pixel 9 সিরিজে উপলব্ধ। ফলে OnePlus 13 একমাত্র নন-পিক্সেল ফোন যেটি সুইচড অফ থাকলেও খুঁজে পাওয়া যাবে। চুরির পর জন্য চোরেরা সাধারণত ফোন বন্ধ করে রাখে। অফলাইন ট্র্যাকিং সাপোর্ট চলে আসার ফলে চোরেদের সেই ফন্দি আর খাটবে না।
অ্যান্ড্রয়েড অথরিটি OnePlus 13-এর একটি ছবি শেয়ার করেছে, যেখানে একটি বার্তার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, ‘পাওয়ার অফ থাকলেও পাওয়ার মেনুতে আপনি ‘ফাইন্ড মাই ডিভাইস’ দিয়ে এই ফোনটি সনাক্ত করতে পারেন। এছাড়াও, ফাইন্ড মাই ডিভাইসের নেটওয়ার্ক সেটিংসের অতিরিক্ত তথ্য নিশ্চিত করে যে ওয়ানপ্লাস 13 পাওয়ার্ড অফ ফাইন্ডিং সাপোর্ট করে।
স্ন্যাপড্রাগন 8 এলিট ও ফাস্টকানেক্ট 7900 প্ল্যাটফর্মের যুগলবন্দীর ফলে এই ফিচার ওয়ানপ্লাস তার লেটেস্ট ফ্ল্যাগশিপে রাখতে সমর্থ হয়েছে। শেষেরটি একটি লেটেস্ট কানেক্টিভিটি সাবসিস্টেম যা অফলাইন ট্র্যাকিং সমর্থন করে। এটি ব্লুটুথ মডিউলের সাহায্যে কাজ করে যা ফাইন্ড মাই নেটওয়ার্কের অন্যান্য ডিভাইসে অবস্থান প্রেরণ করে। ফলে ফোন হারিয়ে গেলে বা চুরি হলেও বন্ধ থাকার কয়েক ঘন্টার মধ্যে খুঁজে পাওয়া যাবে।