মুখ্য সংবাদ

WhatsApp: বাড়ি ভাড়া থেকে ইলেকট্রিক বিল, এবার দেওয়া যাবে হোয়াটসঅ্যাপেই

Published on:

WhatsApp users now can pay electric bill home rent using upi

বন্ধুদের সঙ্গে চ্যাট করার পাশাপাশি আর্থিক লেনদেন সংক্রান্ত নানা জরুরি কাজ এবার মেটাতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকেই। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে এই প্ল্যাটফর্মে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য নিয়মিত কিছু না কিছু নতুন ফিচার আনছে কোম্পানি। এর মধ্যে সম্প্রতি একটি নতুন ফিচার যোগ হয়েছে অ্যাপে।

সেই ফিচারের মাধ্যমে এবার হোয়াটসঅ্যাপ থেকেই বাড়ি ভাড়া, ইলেকট্রিক বিল এবং জলের বিল মেটানো যাবে। এই সমস্ত পরিষেবার জন্য পেমেন্ট ব্যবস্থা আরও সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে মেটা। বর্তমানে, হোয়াটসঅ্যাপ পে একটি পরিচিত নাম। সেখানেই এবার যোগ হতে চলেছে এই সুবিধাগুলি।

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার্স

গত কয়েক মাস ধরেই হোয়াটসঅ্যাপ অনলাইন পেমেন্ট, ইউপিআই লেনদেন এবং ব্যবসায়িক সরঞ্জাম-সহ বেশ কয়েকটি ফিচার চালু হয়েছে। এবার কোম্পানিটি বিল পেমেন্ট এবং রিচার্জ অন্তর্ভুক্ত করার জন্য তার পেমেন্ট পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে এটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ বর্তমানে এই নতুন বিল পেমেন্ট ফিচারটি পরীক্ষা করছে। চালু হয়ে গেলে, ব্যবহারকারীরা বিদ্যুৎ বিল পরিশোধ, জলের বিল পরিশোধ, মোবাইল ফোন রিচার্জ, বাড়ি ভাড়া বা ফ্ল্যাট ভাড়া পরিশোধ –
এই সুবিধাগুলি পাবেন। এটি তাঁদের জন্য কার্যকর হবে যাঁরা ঘন ঘন একাধিক প্ল্যাটফর্মের মাধ্যমে পরিবারের বিল এবং মোবাইল রিচার্জ পরিশোধ করেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে নির্বিঘ্ন এবং নিরাপদ লেনদেন করা যাবে। প্রসঙ্গত, ২০২০ সালে ভারতে ইউপিআই-ভিত্তিক পেমেন্ট চালু করে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া দ্বারা একটি ব্যবহারকারীর ক্ষেত্রে লেনদেনের সীমা আরোপ করা হয়েছিল। তবে সম্প্রতি এই সীমাটি সরিয়ে দেওয়া হয়েছে।