রেলওয়ে স্টেশনে রোবট যদি আপনাকে সাহায্য করে এবং আপনার প্রশ্নের উত্তর দেয় তাহলে কেমন লাগবে? এমন অভিজ্ঞতা যদি পেতে চান তাহলে যেতে হবে চীনে। আসলে চীন এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এবং রোবোটিক্সে দ্রুত উন্নতি করছে। চীন ‘Xiaotie’ নামে একটি এআই রোবট তৈরি করেছে, যেটি রেলস্টেশনের যাত্রীদের সাহায্য করছে।
এটি রেলওয়ে ব্যবস্থায় কাজ করা দেশের প্রথম রোবট। রিপোর্ট অনুযায়ী, চায়না রেলওয়ে জিয়ান ব্যুরো গ্রুপ করপোরেশন লিমিটেডের তৈরি এই রোবটটি জিয়ান রেলস্টেশনে দায়িত্ব সামলাচ্ছে। Xiaotie স্প্রিং উৎসবের ভিড় সামলাতে সমর্থ হয়েছে বলে রিপোর্টে জানানো হয়েছে।
দেড় মিটার লম্বা Xiaotie রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাটেনডেন্টের মতো দেখতে। এই রোবটে আছে ছোট চুল, বড় চোখ এবং একে রেলওয়ে ইউনিফর্ম পরিয়ে আনা হয়েছে। এর নিচের দিকে চাকা রয়েছে, যার সাহায্যে এই রোবটটি চলে। জিওটি স্টেশনে যাত্রীদের কাউন্সেলিং, গাইডেন্স এবং নেভিগেশনের মতো পরিষেবা দেয়। এটি স্টেশনের ভিতরে যাত্রীদের সঠিক জায়গায় দাঁড়াতেও সাহায্য করে।
রোবটটি প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করে এবং যাত্রীদের বিভিন্নভাবে সাহায্য করে। যখন এর ব্যাটারি কম থাকে, এটি স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে পৌঁছে যায়। ভবিষ্যতে, টিকিট চেক করার মতো কাজগুলিতেও সহায়তা করবে এটি। বর্তমানে Xiaotie চীনের রেলওয়ে সিস্টেমে উপস্থিত একমাত্র এআই-চালিত হিউম্যানয়েড রোবট।