বাচ্চাদের জন্য Xiaomi আনল বিশেষ স্মার্টওয়াচ, মা-বাবা যখন খুশি দেখতে পারবে লোকেশন

Avatar

Published on:

Xiaomi Mi Rabbit Children’s Phone Watch Ultraman launched

Xiaomi চীনের বাজারে আজ ছোটদের জন্য লঞ্চ করল Mi Rabbit Children’s Phone Watch Ultraman স্মার্টওয়াচ। এটি এমআই র‍্যাবিট চিলড্রেন’স ফোন ওয়াচ -এর একটি উন্নততর ভার্সন। নয়া এই স্মার্ট ঘড়িতে আছে উইজার্ড এবং কিউকিউ সোশ্যাল মিডিয়া সাপোর্ট। চলুন দেখে নেওয়া যাক নতুন Mi Rabbit Children’s Phone Watch Ultraman স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Mi Rabbit Children’s Phone Watch Ultraman স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

চীনের বাজারে শাওমি এমআই র‍্যাবিট চিলড্রেন্স ফোন ওয়াচ আল্ট্রাম্যান এডিশন স্মার্টওয়াচটির দাম ধার্য করা হয়েছে ৭৯৯ ইউয়ান (প্রায় ৯,১৫৭ টাকা)। বর্তমানে এটি চীনের ই-কমার্স সাইট JD.com পাওয়া যাচ্ছে। তবে বিশ্ববাজারে এটি কবে আসবে তা এখনও জানানো হয়নি।

Mi Rabbit Children’s Phone Watch Ultraman স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন

নতুন শাওমি এমআই র‍্যাবিট চিলড্রেন্স ফোন ওয়াচ আল্ট্রাম্যান এডিশন স্মার্টওয়াচটি অন্যান্য যেকোনো বাচ্চাদের স্মার্টওয়াচের থেকে অতিরিক্ত ফিচার ঠাসা। তাই ব্যবহারকারী ঘড়িটির মাধ্যমে বন্ধুদের সাথে উইচ্যাট মোবাইল, কিউকিউ এর মত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারবে। সেইসঙ্গে মোবাইল ছাড়াই ঘড়িটির মাধ্যমে মেসেজ পাঠানো, ভিডিও এবং ভয়েস কল করা সম্ভব। এমনকি ঘড়িটি থেকে আলিপে এবং উইচ্যাট পেমেন্ট ব্যবহার করাও যাবে। সে ক্ষেত্রে অভিভাবকের উইচ্যাট পেমেন্ট খুলে, কোড স্ক্যান করে লেনদেন করা যাবে। তবে অভিভাবকরা বাচ্ছাদের প্রত্যেকদিনের লেনদেনের মাত্রা বেঁধে দিতে পারবেন।

এবার আসা যাক ঘড়িটির অন্যান্য স্পেসিফিকেশনের প্রসঙ্গে। এতে রয়েছে ১.৫২ ইঞ্চি স্ক্রিন, ৮ মেগাপিক্সেল/ ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, ৪জি নেটওয়ার্ক সাপোর্ট। আবার ভিডিও কল চলাকালীন ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরার মধ্যে পরিবর্তন করা যাবে। ফলে অভিভাবকরা জানতে পারবেন বাচ্চারা কোথায় রয়েছে। শুধু তাই নয়, এতে থাকছে একাধিক স্পোর্টস মোড।

তদুপরি, Mi Rabbit Children’s Phone Watch Ultraman স্মার্টওয়াচে শাওএআই ক্লাসমেট, নলেজ এনসাইক্লোপিডিয়া, ডিকশনারি অ্যাপ, লক এবং চাইনিজ ইংলিশ ট্রান্সলেশন ফিচার উপলব্ধ।

সঙ্গে থাকুন ➥