চলতি আইপিএলেই চেন্নাই সুপার কিংসে যোগ দিতে চলেছেন পূজারা, নিজেই জানালেন পোস্ট করে

By :  techgup
Update: 2024-04-14 13:08 GMT

আইপিএল (IPL 2024) তরুণ ক্রিকেটারদের মঞ্চ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এই টুর্নামেন্ট থেকে পুরোনো ক্রিকেটারদের দুরন্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসতেও দেখা গেছে। এই বছর আইপিএলেও দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইশান্ত শর্মা, উমেশ যাদব, দীনেশ কার্তিকের মতো তারকা ক্রিকেটারদের অসাধারণ পারফরমেন্সে ভক্তরা মুগ্ধ হচ্ছেন। আজ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে। তার আগেই এবার রহস্যজনক পোস্ট করে আইপিএলে ফিরে আসার জল্পনা উসকে দিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)।

চেতেশ্বর পূজারা ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে দীর্ঘদিন অসাধারণ পারফরমেন্স করে নিজের অবস্থান তৈরি করেছেন। তার ব্যাট থেকে এখনও পর্যন্ত দেশের হয়ে ১০৩ টি টেস্ট ম্যাচে মোট ৭১৯৫ রান এসেছে। তবে সাম্প্রতিক সময় পূজারা জাতীয় দলের বাইরে চলে গেছেন। এছাড়াও দীর্ঘদিন তিনি আইপিএলেও কোনো দলে জায়গা পাননি। শেষ ২০২১ সালে এই প্রতিভাবান ব্যাটসম্যান চেন্নাই সুপার কিংস দলে জায়গা পেয়েছিলেন তবে একটি ম্যাচেও আর তার মাঠে নামার সুযোগ হয়নি।

তবে আজ নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করে পূজারা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি লেখেন, "এই মরসুমে ফিরে আসার জন্য উন্মুক্ত হয়েছে আছি।" তবে এই লেখাটির আগে হ্যাশট্যাগ দিয়ে 'সুপার কিংস' লেখা ছিল তাই চেন্নাই সুপার কিংস ভক্তরা মুহুর্তেই পোস্টটি ভাইরাল করেন। কিন্তু পোস্টটিতে 'Super' বানানটি পূজারা ইচ্ছাকৃতভাবে 'Supper' লিখেছেন, যা অনেকের চোখ এড়িয়ে যায়। এই পোস্টের পর অনেকেই মনে করছেন তিনি আজকে আইপিএল ম্যাচে সমর্থক এবং ক্রিকেটারদের উৎসাহ দেওয়ার জন্য চেন্নাইয়ের ডাগ আউটে উপস্থিত থাকতে পারেন।‌

https://twitter.com/cheteshwar1/status/1779399416157508044

তবে এখনও পর্যন্ত সঠিক কোনো তথ্য সামনে আসেনি। তাই এটি কোনো বিজ্ঞাপনের কৌশলও হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কারণ চলমান আইপিএলে চেতেশ্বর পূজারার ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি খুব তাড়াতাড়ি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ফিরতে চলেছেন। ইতিমধ্যেই সাসেক্সের প্রকাশিত দলে চেতেশ্বর পূজারা জায়গা করে নিয়েছেন এবং তিনি এই দলকে সম্ভাবত নেতৃত্ব দেবেন। ফলে সাসেক্সের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আসন্ন ১৯ এপ্রিল শুক্রবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে ভারতীয় এই ব্যাটসম্যানকে মাঠে নামতে দেখা যাবে।‌

Tags:    

Similar News