টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাকা? দীনেশ কার্তিকের ইনিংস দেখে নিজেই বললেন রোহিত
গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangaluru) মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। ইতিমধ্যেই দুটি দল পয়েন্ট তালিকার নিচের দিকে অবস্থান করছে। তাই এই ম্যাচে জয়লাভ করা দুটি দলের জন্য অত্যন্ত জরুরী। গুরুত্বপূর্ণ টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাই।
ইনিংস শুরু হতে না হতেই জসপ্রিত বুমরাহ বিরাট কোহলির (Virat Kohli) বড় উইকেটটি তুলে নিলে টসের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হতে থাকে মুম্বাইয়ের জন্য। তবে এরপর রজত পতিদার এবং ফাফ ডু প্লেসিস মিলে পার্টনারশিপ করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে দুজনেই ভুল সময়ে আউট হয়ে গেলে দলের চাপ আবার এসে পড়ে অভিজ্ঞ দীনেশ কার্তিকের (Dinesh Karthik) ওপর।
এবছরে ইতিমধ্যেই যে কয়টি ম্যাচ খেলেছেন তাতে অসম্ভব সুন্দর ফর্মে ছিলেন কার্তিক। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়া জুড়ে কিছুদিন ধরেই মিমের মাধ্যম হচ্ছেন কার্তিক। কারণ যখনই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অনুষ্ঠিত হয় সেই বছরে দীনেশ কার্তিক আবার নিজের পুরনো ছন্দে ফিরে আসেন। এবছরও তার অনথ্যা হচ্ছে না। আজ আরো একবার সেটাই প্রমাণ করলেন তিনি।
কঠিন পরিস্থিতিতে এসে মাত্র ২৩ বলে ৫৩ রানের অসামান্য ইনিংস খেলে দলকে একটি বড় স্কোরে নিয়ে যান দীনেশ কার্তিক। এই ইনিংস খেলার সময় তার প্রিয় বন্ধু রোহিত শর্মা (Rohit Sharma) তাকে মজার ছন্দে বলেন -"সাবাশ ডিকে, এভাবেই খেলে যাও। এখনো বিশ্বকাপ খেলতে হবে।" যদিও কথাটি ভারতীয় দলের অধিনায়ক মজার ছন্দে বলেছেন। তবে কার্তিক বর্তমানে যে ফর্মে রয়েছেন তাতে বিশ্বকাপের দল নির্বাচনের সময় তাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া খুব কঠিন হবে নির্বাচকদের জন্য।