বিশ্বকাপ যোগ্যতা অর্জন লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হবে ছেত্রীরা, লাইভ কখন কোথায় দেখবেন?
আর মাত্র দুইবছর পরেই রয়েছে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2026) আসর। তার জন্য এখন থেকেই কোয়ালিফাই ম্যাচ খেলতে ব্যাস্ত দলগুলি। আজ রাত ১২ টা পার হলেই ফিফা বিশ্বকাপ ২০২৬ এর যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের (FIFA World Cup 2026 Qualifiers) ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং আফগানিস্তান (India vs Afghanistan)। সৌদি আরবের আভায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময়ে শুক্রবার মধ্যরাত ১২.৩০ টায়।
এই প্রথমবার ভারতের সামনে ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ এসেছে। বর্তমানে আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ও হোম ম্যাচ খেলবে ভারত। শুক্রবার অ্যাওয়ে ম্যাচ শেষ হলে ২৬ মার্চ গুয়াহাটিতে আফগানদের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রীরা। সম্প্রতি গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকাতে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে কাতার।
এর আগে নভেম্বরে দুটি ম্যাচ খেলেছিল ভারত। প্রথম ম্যাচে কুয়েতকে তাদের মাটিতে ১-০ গোলে হারিয়ে আসে ইগর স্টিমাচের দল। তবে কাতারের বিরুদ্ধে ঘরের মাটিতে ৩-০ গোলে হেরেছিল ব্লু-ব্রিগেড। দুটির মধ্যে একটি ম্যাচ জিতে ভারতের সংগ্রহ তিন পয়েন্ট। অন্যদিকে কুয়েতেরও সংগ্রহ তিন পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যের কারণে ভারতের (-২) চেয়ে এগিয়ে কুয়েত (৩)। তাই আফগানিস্তানের বিরুদ্ধে শুধু জয় নয়, ভালো ব্যবধানে জয়ের লক্ষ্য থাকবে সুনীল ছেত্রীদের।
লাইভ স্ট্রিম কোথায় দেখবেন? (Where to Watch Live Stream?):
২২ মার্চ, আফগানিস্তান বনাম ভারত- প্রাথমিকভাবে জানানো হয়েছিল শুধুমাত্র ফ্যানকোড অ্যাপেই দেখানো হবে এই ম্যাচ। ফলে টিভিতে ম্যাচ দেখার কোনো সুযোগই ছিল না ভারতীয়দের কাছে। কিন্তু বর্তমানে জানানো হয়েছে টিভিতে ডিডি স্পোর্টস চ্যানেলে দেখানো হবে এই ম্যাচ।
২৬ মার্চ, ভারত বনাম আফগানিস্তান- ওইদিন গুয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচটি টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে দেখানো হবে এবং মোবাইলে লাইভস্ট্রিম দেখতে হলে আপনাকে নজর রাখতে হবে জিও সিনেমা অ্যাপে।