Shreyas Iyer: শ্রেয়াসকে ভবিষ্যত ভারতীয় অধিনায়ক হিসেবে গ্রুম করা হত, ভিতরের খবর প্রকাশ করলেন প্রাক্তন নির্বাচক

By :  techgup
Update: 2024-05-05 07:03 GMT

শুক্রবার সকলকে চমকে দিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) মুম্বাইয়ের মাটিতে হারিয়ে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্রথম ব্যাটিংয়ে মাত্র ১৬৯ রান করলেও, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো প্রতিপক্ষকে ২৪ রানে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন কেকেআর। আর এই জয় কেকেআরের কাছে ছিল এক স্বস্তির জয়। কারণ, গতকাল প্রায় ১২ বছর পর ওয়াংখেড়েতে মুম্বাইকে পরাজিত করেছে তারা।

আর এই জয়ের পর থেকে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্ব নিয়ে প্রশংসায় ক্রিকেট মহল। কারণ, কুয়াশা আচ্ছন্ন স্টেডিয়ামেও যেভাবে তিনি তার দলের বোলারদের ব্যাবহার করেছেন, তাতে সত্যিই প্রশংসার যোগ্য তিনি। হাতে বোলিংয়ের কোনো বাড়তি বিকল্প না থাকা সত্ত্বেও, ঠিকঠাক সময়ে স্পিনার এবং পেসারদের ব্যাবহার করে খুবই অনায়াসে মুম্বাইয়ের মতো ব্যাটিং অর্ডারকে বিপর্যস্ত করেছেন শ্রেয়াস। এছাড়াও বারংবার ফিল্ডিং পরিবর্তন করতে দেখা গেছে তাকে। আর এরপরেই শ্রেয়াসকে আগামী দিনে নীল জার্সির অধিনায়ক হিসাবে দেখতে চান অনেকেই।

প্রাক্তন বিসিসিআইয়ের মূখ্য নির্বাচক এমএসকে প্রসাদ (MSK Prasad) আগামীদিনে শ্রেয়াসকে ভারতীয় দলের (Team India) অধিনায়ক হিসাবে দেখতে চান। এক ভিডিওতে প্রসাদকে বলতে শোনা গেছে, “হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাদের নয়, শ্রেয়াসকে পরবর্তী অধিনায়ক হিসেবে অতীতে গ্রুম করা হয়েছিল।” এছাড়া তিনি আরও যোগ করেন, “শেষ দুইবছর, যখন আমি ওখানে ছিলাম, শ্রেয়াস আইয়ার ভারতীয় এ দলকে নেতৃত্ব দিতো। ভারতীয় এ দল ওইসময় ১০ টি সিরিজ খেলেছে। এই সময়ে ৮ টি সিরিজ জিতেছিল ভারতীয় এ দল। বেশিরভাগ সিরিজেই দলকে নেতৃত্ব দিয়েছে শ্রেয়াস। তার মধ্যে বিশেষত্ব রয়েছে ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করার। তার জন্য ওকে গ্রুম করতে হবে।”

https://twitter.com/KRxtra/status/1786733504518295864

শ্রেয়াস আইয়ারকে শুধু এমএসকে প্রসাদ নন, অনেকেই বেশকিছু বছর ধরে ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে দেখেন। তবে টি-টোয়েন্টি অনেক তারকাদের ভিড়ে ঠিকঠাক সুযোগ না হলেও, ওডিআইতে যখনই খেলেছেন, তখনই নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন শ্রেয়াস। গতবছর ওডিআই বিশ্বকাপে ২ সেঞ্চুরি সহ ৫৩০ রান করেছিলেন তিনি। এছাড়া ভারতীয় এ দল থেকে শুরু করে আইপিএল, সব জায়গাতেই তার অধিনায়কত্ব অনেকেরই নজর কেড়েছে।

Tags:    

Similar News