IPL 2024 KKR: চেন্নাইয়ের হারে শিখর ছুঁলো KKR, দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগেই শক্তি বৃদ্ধি গম্ভীরদের

Avatar

Published on:

Kolkata Knight Riders top of the points table after DC beat CSK IPL 2024

গতকাল আইপিএল ২০২৪ এ (IPL 2024) বিশাখাপত্তনমে এক অন্যতম ম্যাচের সাক্ষী থাকে ক্রিকেট বিশ্ব। চেন্নাই বনাম দিল্লি ম্যাচে, দিল্লি ২০ কুড়ি রানে জয় পেলেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দুরন্ত ইনিংসের জন্য। প্রায় এক বছরেরও অধিক সময় পর মাঠে ফিরেই নিজের রুদ্ররূপ দেখান তিনি। তবে শেষ পর্যন্ত ম্যাচ হেরে যাওয়ায় সিজনের প্রথম হারের সম্মুখীন হয় সি এস কে। আর এই হারের কারণেই সুবিধা পেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

আসলে দিল্লির দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। কিন্তু সেখান থেকে দলের হাল ধরেন রাহানে এবং ড্যারিল মিচেল। তবে ভুল সময়ে দুজন আউট হয়ে যাওয়ায় আবার চাপে পড়ে তারা। ম্যাচ যখন হাতের মুঠো থেকে বেরিয়ে যায় সেই মুহূর্তে ব্যাটিং করতে আসেন ধোনি।

ম্যাচ জেতাতে না পারলেও ভক্তদের মন জিতে নেন মাহি। মাত্র ১৬ বলে ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। ২০ ওভার শেষে ১৭১/৬ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। তখনই পয়েন্টস তালিকায় ধোনিদের টপকে শিখরে পৌঁছে যায় গম্ভীররা। নিজেদের প্রথম দুই ম্যাচে দুইটি জয়ের সাথে নেট রেট ভালো থাকায় প্রথম স্থান অর্জন করে কেকেআর।

এমনিতেই গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রত্যাবর্তনে এ বছরে নতুন করে স্বপ্ন দেখছে নাইটরা। তার মধ্যে দীর্ঘদিন পর টুর্নামেন্টের শুরুতেই এভাবে পয়েন্ট টেবিলের শিখরে স্থান পাওয়ায় অনেকটাই উৎসাহ বাড়বে দলের। আগামী ম্যাচে কলকাতা নাইট রাইডার্স বুধবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে।

সঙ্গে থাকুন ➥