KKR vs DC: দিল্লির বিরুদ্ধে নাইট একাদশে হতে চলেছে পরিবর্তন,‌ জানালেন হেড কোচ,‌ স্টার্ক কি‌ খেলবেন?

Avatar

Published on:

KKR vs DC IPL 2024

আজ সিটি অফ জয়ে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (Kolkata Knight Riders vs Delhi Capitals)। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭:৩০ টায়। আইপিএল ২০২৪ (IPL 2024) এ এটি কেকেআরের নবম ম্যাচ, অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের ১১ তম ম্যাচ এটি। গতম্যাচে ২৬১ রান করেও পাঞ্জাব কিংসের কাছে হারের পর আজ দিল্লির বিরুদ্ধে ২ পয়েন্টের খোঁজে নামবে নাইটবাহিনী। এদিকে আইপিএলের ইতিহাসে এই দুই দল এখনো পর্যন্ত ৩৩ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৭ টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে কেকেআর, অন্যদিকে দিল্লি ১৫ টি ম্যাচ জিতেছে।

আজকের ম্যাচটির শেষে জানা যাবে, আদৌ কি প্লে অফে যেতে পারবে দিল্লি নাকি আরও জটিল হবে কেকেআরের প্লে অফের রাস্তা। যাই হোক, এবার নজর দেওয়া যাক কেমন হতে পারে, আজকের ম্যাচে দুইদলের প্রথম একাদশ। এদিকে কেকেআর ভক্তদের জন্য বিশেষ খবর, গত ম্যাচে মিচেল স্টার্কের (Mitchell Starc) আঙ্গুলে চোট থাকায় তিনি খেলতে পারেননি, সেই জায়গায় সুযোগ হয়েছিল দুষ্মন্থ চামিরার (Dushmantha Chameera)। এবার ম্যাচ শুরুর আগেই কেমন অবস্থায় রয়েছেন স্টার্ক, সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন কেকেআরের প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit)।

সম্প্রতি তথা রবিবার একটি ইন্টারভিউতে নাইটদের প্রধান কোচ বলেছেন, “আগের থেকে অনেকটাই ভালো রয়েছে স্টার্ক, নেটে বলও করছে। সোমবার কেমন বল করছে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।” সুতরাং, আজ যদি স্টার্ক পুরোপুরি ফিট থাকেন তাহলেই আবার প্রথম একাদশে ব্যাক আসবেন তিনি। নাহলে সেই জায়গায় দেখা যাবে চামিরাকে।

 

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ (Probable XI Of KKR):

ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার (ইম্প্যাক্ট), রমনদীপ সিং, দুষ্মন্থ চামিরা/ মিচেল স্টার্ক, হার্ষিত রানা, বৈভব অ্যারোরা, বরুণ চক্রবর্তী (ইম্প্যাক্ট)।

 

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ (Probable XI Of DC):

পৃথ্বী শ্ব (ইম্প্যাক্ট), জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, ঋষভ পান্থ (অধিনায়ক এবং উইকেটরক্ষক), শেই হোপ, ত্রিস্টান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রাশিখ সালাম, অ্যানরিচ নকিয়া, ইশান্ত শর্মা, খলিল আহমেদ (ইম্প্যাক্ট)।

সঙ্গে থাকুন ➥