T20 World Cup 2024: ভারত-পাকিস্তান নয়, এই চার দলকে আসন্ন বিশ্বকাপ সেমিফাইনালের জন্য দেখছেন মাইকেল ভন

Updated on:

Michael Vaughan former english cricketer predicts 4 semifinalists of upcoming T20 World cup 2024

আর মাত্র এক মাসের অপেক্ষা। তারপরেই ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। এখন থেকেই ওই মেগা ইভেন্টকে জুড়ে চলছে প্রস্তুতি। কেউ একটুকু জমি ছাড়তে প্রস্তুত নয়। অন্যদিকে ইতিমধ্যে প্রত্যেকটি দলেরই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে। যদিও এই স্কোয়াড ২৫ মে পর্যন্ত পরিবর্তন করা যেতে পারে।

এমন সময়ে প্রত্যেক ক্রিকেট বিশেষজ্ঞ কোন দল কেমন হয়েছে সেই নিয়ে চর্চায় মগ্ন রয়েছেন। অনেকেই আবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন চার দল সেমিফাইনালে যাবে কিংবা কোন দল ফাইনাল খেলবে, সেই নিয়ে মতামত শুরু করে দিয়েছেন। যদিও প্রত্যেক বিশ্বকাপের আগেই এই বিষয়টি ঘটে থাকে। সেরকমই আসন্ন ওই মেগাইভেন্টে ২০ দলের মধ্যে কোন ৪ দল সেমিফাইনাল খেলবে, সেই নিয়ে নিজের মতামত রেখেছেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন (Michael Vaughan)।

প্রাক্তন ইংলিশ ক্রিকেটারের মতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের (T20 World Cup 2024 Semifinalists) যোগ্যতা অর্জন করতে পারবে না ভারত এবং পাকিস্তান। তার ভবিষ্যতবাণী অনুযায়ী, যে ৪ দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে সেগুলি হল ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। যদিও ভনের ভবিষ্যতবাণীর সাথে অনেকেরই মতামত মিলেছে। কারণ, উপরিউক্ত চারটি দলকেই বেশ শক্তিশালী দেখাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। আজ ট্যুইট করে এই ভবিষ্যতবাণী করেছেন ভন।

ভারত এবং পাকিস্তান বর্তমানে বেশ ভালো টি-টোয়েন্টি ক্রিকেট খেললেও, ভনের সম্ভাব্য শীর্ষ ৪ এ জায়গা পায়নি দল দুটি। ভনের মতে, “ইংল্যান্ড আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বেশ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে এবং তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার স্কোয়াডও বেশ সুন্দর হয়েছে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ তাদের ঘরোয়া কন্ডিশনে খেলবে, তাদের আলাদা একটি ধ্বংসাত্বক সংমিশ্রণ রয়েছে।”

সঙ্গে থাকুন ➥