Nitish Rana Injury: গত ম্যাচে আঙুলে গুরুতর চোট রানার, RCB-এর বিরুদ্ধে খেলতে পারবেন? উঠে এল বড় আপডেট

Avatar

Published on:

Nitish Rana Injury

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সবসময় অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে সঙ্গে তরুণ ক্রিকেটারদের ওপর বেশি মনোযোগ দিয়ে থাকে। ফলে প্রতি বছর একাধিক নতুন প্রতিভা আইপিএলে (IPL 2024) এই দল থেকে আলোচনায় উঠে আসে। এর সঙ্গেই এই বছর আইপিএলে নাইট বাহিনী জয় দিয়ে তাদের যাত্রা শুরু করেছে। তবে এই ম্যাচে নিতীশ রানা (Nitish Rana) চোট পেয়েছিলেন। এবার তার চোটের বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য সামনে এল।

এই বছর আইপিএলে টুর্নামেন্টের দ্বিতীয় দিনে কলকাতা নাইট রাইডার্স ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামে। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে কলকাতা প্রথম ইনিংসে আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ে আসা ২৫ বলে অপরাজিত ৬৪ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করে। এরপর হর্ষিত রানার দুরন্ত বোলিংয়ে নাইট বাহিনী ৪ রানে জয় তুলে নেয়। তবে দ্বিতীয় ইনিংসে একটি ক্যাচ ধরতে যাওয়ার সময় আঙুলে চোট পেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান নিতীশ রানা মাঠের বাইরে চলে গিয়েছিলেন।

এবার তার চোটের বিষয়ে সন্তোষজনক খবর সামনে এল। সূত্র অনুযায়ী নিতীশ রানা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন এবং পরবর্তী ম্যাচে তিনি দলের হয়ে মাঠে নামবেন। উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্স পরবর্তী ম্যাচে ২৯ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ইতিমধ্যেই দল এই ম্যাচের জন্য বেঙ্গালুরুতে পৌঁছেছে। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে এখন দ্বিতীয় ম্যাচে নাইট বাহিনী আরও ভয়ঙ্কর হয়ে উঠতে চাইছে।

অন্যদিকে নিতীশ রানা এই বছর আইপিএলের প্রথম ম্যাচে ব্যাট হাতে সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। হায়দ্রাবাদের বিপক্ষে তার ব্যাট থেকে ১১ বলে মাত্র ৯ রান এসেছিল। এর সঙ্গেই শ্রেয়াস আইয়ার চোট পাওয়ায় এই নাইট তারকা গত বছর কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২৩ আইপিএলে তার নেতৃত্বে নাইট বাহিনী ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে শেষ করেছিল।

সঙ্গে থাকুন ➥