ICC Test Ranking : কোহলি-যশস্বীদের পিছনে ফেলে সর্বোচ্চ র‍্যাঙ্কের ভারতীয় হলেন রোহিত, সবাইকে চমকে নম্বর ১ অশ্বিনও

Avatar

Published on:

ICC Test Ranking

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে শেষ হওয়া টেস্ট সিরিজে ভারতীয় দল দুরন্ত পারফরম্যান্স করে সকলকে মুগ্ধ করেছে। তরুণ ক্রিকেটারদের পাশাপাশি ভারতের অভিজ্ঞ ক্রিকেটারদের ভরসা দলকে ৪-১ ম্যাচে সিরিজে জয় নিশ্চিত করতে সাহায্য করে। এবার প্রকাশিত আইসিসির (ICC) নতুন টেস্ট র‍্যাঙ্কিংয়ে ভারতীয় ক্রিকেটারদের আবারও দাপট লক্ষ্য করা গেল।

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হায়দ্রাবাদে ভারতীয় দল হারের সম্মুখীন হয়। তারপর রোহিত শর্মা (Rohit Sharma) যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুরেলের মতো তরুণ ক্রিকেটারদের সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন। এর সঙ্গে প্রতিটি ম্যাচেই রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো ক্রিকেটাররা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে দুরন্ত সিরিজ জয়ের পর এবার রোহিত শর্মা আইসিসির নতুন টেস্ট র‍্যাঙ্কিংয়ে অনেকটাই উঠে এলেন।

তিনি টেস্ট ব্যাটিং তালিকায় ৫ ধাপ উঠে ৬ নম্বরে জায়গা করে নিয়েছেন। রোহিতের রেটিং পয়েন্ট ৭৫১ এবং এটাই ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ স্থান। উল্লেখ্য ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ৫ ম্যাচে মোট ৪০০ রান সংগ্রহ করেছেন। এছাড়াও এই তালিকায় ২ ধাপ উঠে এসে যশস্বী জয়সওয়াল ৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। তবে রবিচন্দ্রন অশ্বিন আইসিসির টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি চমক দিয়েছেন।

ভারতের অন্যতম অভিজ্ঞ স্পিনার আবারও এই তালিকায় নিজের ১ নম্বর স্থান দখল করে নিয়েছেন। এই মুহূর্তে তার রেটিং পয়েন্ট ৮৭০। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটি অশ্বিনের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি এই সিরিজেই আন্তর্জাতিক টেস্ট জীবনে ৫০০ তম উইকেট তুলে নিয়ে নজির স্থাপন করেন। এছাড়াও অশ্বিন নিজের ১০০ তম টেস্ট ম্যাচে ৯ উইকেট সংগ্রহ করে দলকে দুরন্ত জয় এনে দেন। এছাড়াও তিনি ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে ২৬ টি উইকেট সংগ্রহ করে সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছেন।

সঙ্গে থাকুন ➥