Paris Olympics 2024: ষষ্ঠ দিনেই আসতে পারে একাধিক মেডেল, জানুন ১লা আগস্ট ভারতীয় দলের সম্পূর্ণ সময়সূচী

এখনও পর্যন্ত এই অলিম্পিকে ভারত দুটি পদক জিতেছে। একই সঙ্গে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিরন্দাজ দীপিকা কুমারীও।

By :  ANKITA
Update: 2024-08-01 04:58 GMT

প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হওয়ার পর থেকে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স অসাধারণ। বিশেষ করে মনু ভাকের অনেক মুগ্ধ করেছেন। তিনি সরবজ্যোত সিংয়ের সাথে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্ট এবং মিশ্র দলগত শুটিং ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এখনও পর্যন্ত এই অলিম্পিকে ভারত দুটি পদক জিতেছে। একই সঙ্গে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিরন্দাজ দীপিকা কুমারীও।

এর পাশাপাশি ভারতীয় হকি দলও কোয়ার্টার ফাইনালের দিকে জোরকদমে এগোচ্ছে। এছাড়া ব্যাডমিন্টনেও ভালো করছেন লক্ষ্য সেন। একই সময়ে, প্যারিস অলিম্পিক ২০২৪-এর ষষ্ঠ দিনে সমস্ত ভারতীয় অ্যাথলিটদের অ্যাকশনে দেখা যাবে। হকি, গল্ফ, শ্যুটিং প্রভৃতি সব খেলাতেই দেখা যাবে ভারতীয় খেলোয়াড়দের। তাহলে চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবার অর্থাৎ প্যারিস অলিম্পিকের ষষ্ঠ দিন (ভারতীয় সময়) কেমন হতে চলেছে ভারতের কার্যক্রম।

https://twitter.com/TheKhelIndia/status/1818719164472983892

Tags:    

Similar News