যেই সুজনের দুর্নামে ব্যস্ত কেকেআর ভক্তরা, এবার ইডেনের পিচ নিয়ে তারই প্রশংসায় মত্ত শাহরুখ
গতকাল আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলে তাদের জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে সমর্থকদের মুগ্ধ করেছে। ইডেন গার্ডেন্সে শাহরুখ খানের (Sharukh Khan) উপস্থিতিও ম্যাচটিকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছিল। ইডেনের পিচ নিয়েও নাইট ক্রিকেটাররা রীতিমতো প্রসংশা করেন। এছাড়াও ম্যাচ শেষে এই বিষয়ে মাঠের প্রধান পিচ পর্যবেক্ষকের সঙ্গে শাহরুখ খানকে কথা বলতে দেখা যায়।
আইপিএলে গতকাল দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে লখনউয়ের ব্যাটসম্যানরা নাইট বোলিং আক্রমণের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে। একমাত্র কেএল রাহুলের ২৭ বলে ৩৯ এবং নিকোলাস পুরাণের ৩২ বলে ৪৫ রানে ভর করায় তারা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে নেয়।
এরপর দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের সঙ্গে ব্যাট করতে নেমে ফিল সল্ট ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তার ব্যাট থেকে ৪৭ বলে ১৪ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে মোট ৮৯ রান আসে। এর ফলে ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স ১৫.৪ ওভারেই ৮ উইকেটে বিশাল জয় তুলে নেয়। এরপর ম্যাচ শেষে কলকাতার মালিক শাহরুখ খানকে ইডেনের প্রধান পিচ পর্যবেক্ষক সুজন মুখার্জির (Sujan Mukherjee) সঙ্গে কথা বলতে দেখা যায়।
এই কথপকথনে শাহরুখ খান সুজন মুখার্জিকে বলেন, "এই মরসুমে এখনও পর্যন্ত ইডেনের পিচগুলি দুর্দান্ত। এর জন্য সমস্ত কৃতিত্ব আপনার। ক্রিকেটাররাও পিচের প্রশংসা করছেন। এইরকম পিচ পেয়ে তারা খুব খুশি।" উল্লেখ্য গতকাল দুর্দান্ত ম্যাচ জয়ের পর কলকাতা নাইট রাইডার্স বর্তমানে ৫ ম্যাচের মধ্যে ৪ টিতে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে। তারা পরবর্তী ম্যাচে ১৬ এপ্রিল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে।