তিনজন প্লেয়ার যাদের ২০২৫ আইপিএলের জন্য রিটেন করতে পারে MI, বাদ পড়বেন রোহিত
আইপিএল ২০২৪ (IPL 2024) শুরু এখন শুধু কয়েকটা দিনের অপেক্ষা। ইতিমধ্যে প্রত্যেকটি দল নিজেদের প্রস্তুতি পর্বে মনোযোগ দিয়েছে। অন্যদিকে আসন্ন আইপিএলের পরেই হতে চলেছে মেগা নিলাম। ২০২৫ আইপিএলের (IPL 2025 Mega Auction) আগে প্রত্যেকটি দল ৩-৪ জন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারে। এখন দেখার মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) কোন ৩ জন ক্রিকেটারকে রিটেন করতে চলেছে। তাদের দলে একাধিক ম্যাচজয়ী তারকা থাকায় রিটেন করা তাদের পক্ষে বেশ কঠিন। এমন কি মনে করা হচ্ছে রোহিত শর্মাও অধিনায়ক পদ থেকে বাদ পড়ায় তিনিও ওই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে বেরিয়ে আসতে পারেন।
১. হার্দিক পান্ডিয়া (Hardik Pandya):
সম্প্রতি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নাম তালিকার প্রথমে থাকতে চলেছে। এবার নিলামের পরে পরেই গুজরাট টাইটান্সের সাথে ১৫ কোটি টাকার চুক্তিতে হার্দিককে দলে নিয়েছে মুম্বাই। তবে এই অভিজ্ঞ ভারতীয় অলরাউন্ডার তাদের দীর্ঘমেয়াদী অধিনায়কত্বের পছন্দ হতে পারে। তাই কোনোভাবেই তাকে ছাড়ার পরিকল্পনা নেই মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির মধ্যে।
২. জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah):
জসপ্রীত বুমরাহ-র মতো ফাস্ট বোলারকে ছেড়ে দিলে, মেগা নিলামে তাকে ফের দলে সামিল করাটা মুম্বাইয়ের পক্ষে ধরা ছোঁয়ার বাইরে হয়ে যেতে পারে। তবে বুমরাহকে ছাড়াটা হয়তো মুম্বাইয়ের পরিকল্পনাতে আসার কথা নয়, কারণ, এখনো পর্যন্ত বল হাতে দলের জন্য অনেক অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। তাই মনে করা হচ্ছে, দ্বিতীয় তারকা হিসাবে বুমরাহকে রিটেন করতে পারে মুম্বাই।
৩. ঈশান কিষাণ (Ishan Kishan):
আইপিএলে মুম্বাইয়ের জন্য অন্যতম সেরা ম্যাচজয়ী তারকা হলেন ঈশান কিষাণ। তৃতীয় রিটেন হিসাবে ঈশানকেই দলে রাখতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। কারণ, অতো কম দামে সূর্যকুমার যাদব রাজি নাও হতে পারে। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের তৃতীয় স্থানে ঈশান কিষাণকেই রিটেন করার সম্ভাবনা বেশি।