সাফল্যের শিখরে যশস্বী, শচীন থেকে কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে পাঁচটি বড় রেকর্ড ভাঙলেন এই তরুন
ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় (India vs England Series) তরুণদের দাপট ক্রিকেট ভক্তদের মুগ্ধ করছে। আজ ধর্মশালায় এই সিরিজের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ব্যাট হাতে ভয়ংকর হয়ে ওঠেন। এর সঙ্গেই তিনি একাধিক রেকর্ড গড়ে অনন্য নজির স্থাপন করলেন।
আজ ম্যাচ ইংল্যান্ড প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তবে ভারতীয় দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) এবং কুলদীপ যাদবের (Kuldeep Yadav) বিধ্বংসী বোলিং আক্রমের সামনে তারা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। একমাত্র জ্যাক ক্রাওলির (Zak Crawley) অসাধারণ ব্যাটিংয়ে ভর করে ইংলিশ বাহিনী প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে ২১৮ রান সংগ্রহ করে। এই ওপেনারের ব্যাট থেকে ১০৮ বলে ১১ টি চার এবং ১ টি ছয়ের মাধ্যমে ভরসাযোগ্য ৭৯ রান আসে।
অন্যদিকে ভারতের হয়ে কুলদীপ যাদব ৫ উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন ৪ উইকেট সংগ্রহ করেছেন। এরপর ব্লু ব্রিগেডদের হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে এসে যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) দুরন্ত শুরু করেন। যশস্বীর ব্যাট থেকে ৫৮ বলে ৫ টি চার এবং ৩ টি ছয়ের মাধ্যমে মোট ৫৭ রান আসে। এর সঙ্গেই তিনি আজ সিরিজে একাধিক রেকর্ড স্পর্শ করলেন। যশস্বী আজ ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ১০০০ রান পূরণ করার রেকর্ড গড়েছেন।
তিনি এই রান করতে মোট ৯ টি ম্যাচ নিয়েছেন। এর আগে ভারতীয় হিসাবে ১০০০ রান করতে সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) এবং চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ১১ টি ম্যাচ খেলেছিলেন। উল্লেখ্য অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি ডন ব্র্যাডম্যান (Don Bradman) এই নজির স্থাপন করতে মাত্র ৭ টি ম্যাচ নিয়েছিলেন। এছাড়াও এই ভারতীয় তরুণ ওপেনার দ্বিতীয় ভারতীয় হিসাবে একটি টেস্ট সিরিজের ৭০০ রান করার রেকর্ড গড়েছেন। এর আগে ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে সুনীল গাভাস্কার মোট ৭৭৪ রান করে ইতিহাস তৈরি করেছিলেন।
২২ বছর বয়সী এই তরুণ তারকা এখানেই থেমে থাকেননি। তিনি টেস্ট ক্রিকেটে ভারতীয় হিসাবে একটি বিপক্ষ দলের বিপক্ষে সবচেয়ে বেশি ছয় মেরেছেন। যশস্বী এখনও পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে মোট ২৬ টি ছয় মেরে ইতিহাস তৈরি করলেন। এর আগে শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar) অস্ট্রেলিয়ার বিপক্ষে সারা জীবনে ২৫ টি ছয় মেরে এই রেকর্ড গড়েছিলেন।