S সিরিজের সবচেয়ে সস্তা ট্যাব নিয়ে হাজির Samsung, এক চার্জে 14 টানা ঘন্টা চলবে!

Avatar

Updated on:

Samsung galaxy tab S6 lite 2024 unveiled price specs features

স্যামসাং চুপিসারে একটি নতুন ট্যাবলেটের ওপর থেকে পর্দা সরিয়েছে, যার নাম Samsung Galaxy Tab S6 Lite (2024)। নয়া ট্যাবটিকে এই মুহূর্তে স্যামসাংয়ের রোমানিয়ার ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। এটি 2022 সালের Galaxy Tab S6 Lite মডেলের উত্তরসূরি হিসাবে এসেছে। S6 Lite সর্বপ্রথম 2020 সালে লঞ্চ করা হয়৷ তবে আলাদা প্রসেসর ছাড়া নয়া মডেলটি আগের মতো একই স্পেসিফিকেশন অফার করে। এতে রয়েছে 10.6 ইঞ্চির স্ক্রিন, 8 মেগাপিক্সেলের রিয়ার প্রাইমারি ক্যামেরা, AKG-টিউনড ডুয়েল স্পিকার, 128 জিবি পর্যন্ত স্টোরেজ এবং বিশাল 7,040 এমএএইচ ব্যাটারি। আসুন Samsung Galaxy Tab S6 Lite (2024)-এর সকল স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy Tab S6 Lite (2024) স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস6 লাইট (2024)-এ মোটা বেজেল দ্বারা বেষ্টিত 10.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটি ডাব্লিউইউএক্সজিএ (WUXGA) রেজোলিউশন অফার করে এবং এস-পেন (S-Pen) স্টাইলাসের সাথে কম্প্যাটিবল। পারফরম্যান্সের ক্ষেত্রে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস6 লাইট (2024) 2.4 গিগাহার্টজ এবং 2 গিগাহার্টজ ক্লক স্পিডের কোর অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। সংস্থা না বললেও, সেটি এক্সিনস 1280 হতে পারে বলে অনুমান৷ ট্যাবলেটটিতে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি/ 128 জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে৷ অতিরিক্ত স্টোরেজের জন্য মেমরি কার্ড স্লটও রয়েছে।

ফটোগ্রাফির জন্য, স্যামসাং গ্যালাক্সি এস6 লাইট (2024)-এর রিয়ার প্যানেলে 8 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর সহ আগের প্রজন্মের মডেলের মতো একই ডিজাইন বজায় রাখা হয়েছে। আর ফোনের সামনে একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেলফি ক্যামেরা অবস্থান করছে। উন্নত অডিওর জন্য, ট্যাবলেটটি একেজি (AKG)-টিউনড ডুয়েল স্পিকার এবং ডলবি অ্যাটমস (Dolby Atmos)-এর সাপোর্ট সহ এসেছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy Tab S6 Lite (2024) বিশাল 7,040 এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা 14 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি স্যামসাং ডিক্স (Samsung DeX) ও কেনক্স (Knox) সহ আরও অনেক কিছুর সাথে অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ওয়ান ইউআই 6.1 কাস্টম স্কিনে রান করে।

এছাড়া, Samsung Galaxy Tab S6 Lite (2024) ট্যাবটি ওয়াই-ফাই এবং এলটিই – উভয় সংস্করণেই পাওয়া যাবে। এটি অক্সফোর্ড গ্রে, মিন্ট এবং শিফন পিঙ্ক কালার অপশনে বেছে নেওয়া যাবে। ট্যাবলেটটির দাম এখনও প্রকাশ করা হয়নি। তবে এটি S সিরিজের সবচেয়ে সস্তা মডেল হবে বলে শোনা যাচ্ছে।

সঙ্গে থাকুন ➥