Realme Pad 2: একের পর এক স্মার্টফোন লঞ্চ করে এবার দেশে নতুন ট্যাব আনছে রিয়েলমি

২০২১ সালের সেপ্টেম্বরে, রিয়েলমি ভারতে তাদের প্রথম ট্যাবলেট, Realme Pad লঞ্চ করে। যদিও ব্র্যান্ডটি গত বছর এর উত্তরসূরি মডেলটি আনেনি, তবে এই বছর Realme Pad 2 ভারতে আসবে বলে জল্পনা চলছে। আর সেই জল্পনার আগুনে ঘি ঢেলে রিয়েলমির ট্যাবলেটকে ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। যা খুব শীঘ্রই দেশের বাজারে ট্যাবটির লঞ্চ হওয়ার দিকে ইঙ্গিত করছে। আসুন তাহলে আসন্ন Realme Pad 2 সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Realme Pad 2 পেল BIS-এর অনুমোদন

দ্যটেকআউটলুক-এর একটি রিপোর্ট অনুসারে, RMP2204 এবং RMP2205 মডেল নম্বর সহ নতুন রিয়েলমি প্যাড ২ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে, সম্ভবত ডিভাইসটির দুটি ভার্সন ভারতে আত্মপ্রকাশ করবে। সম্প্রতি এই দুটি মডেল ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) সার্টিফিকেশন ওয়েবসাইটেও উপস্থিত হয়েছিল, যা প্রকাশ করেছে যে, এগুলি ব্লুটুথ ৫.৩ সংস্করণটি সাপোর্ট করবে।

এগুলি ছাড়া, রিয়েলমি প্যাড ২ সম্পর্কে আর কোনও তথ্য উপলব্ধ নেই। আশা করা যায় এই ট্যাবলেটে উন্নত চিপসেট, বড় ব্যাটারি এবং আরও ভাল ডিসপ্লে থাকবে। ট্যাবটির দাম বর্তমান মডেলের তুলনায় বাড়বে কিনা, তাও এখনও জানা যায়নি। তাই আপাতত, রিয়েলমি প্যাড ২ কি কি অফার করতে পারে, সে সম্পর্কে ধারণা পেতে চলুন বিদ্যমান রিয়েলমি প্যাড-এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

Realme Pad-এর স্পেসিফিকেশন

Realme Pad-এ ২,০০০×১,২০০ পিক্সেলের রেজোলিউশন সহ ১০.৪ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১৬.৭ মিলিয়ন কালার, ৮২.৫% স্ক্রিন-টু-বডি রেশিও এবং ৩৬০ নিট পিক ব্রাইটনেস অফার করে৷ এটি রিডিং মোড, ডার্ক মোড, নাইট মোড এবং সানলাইট মোড সহ একাধিক ডিসপ্লে মোড সাপোর্ট করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর দ্বারা চালিত, যা ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Realme Pad অ্যান্ড্রয়েড ১১-এর ওপর ভিত্তি করে প্যাডের জন্য তৈরি রিয়েলমি ইউআই (Realme UI)-তে রান করে, যা মাল্টি-ইউজার সাপোর্ট এবং গুগল কিডস স্পেস-এর মতো ফিচার সহ ইউজার-ফ্রেন্ডলি অভিজ্ঞতা প্রদান করে। স্প্লিট-স্ক্রিন ফাংশানালিটির জন্য এই ট্যাবে মাল্টিটাস্কিংও করা সম্ভব। ফটোগ্রাফির জন্য, Realme Pad-এ সামনে ও পিছনে একটি করে মোট দুটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে।

এছাড়াও, এতে ডুয়েল মাইক্রোফোন সাপোর্ট করে। ট্যাবটি এলটিই ভ্যারিয়েন্টেও উপলব্ধ। রিয়েলমি প্যাড ডলবি-অ্যাটমস সাপোর্টেড হাই-রেস অডিও-সার্টিফায়েড কোয়াড স্পিকার সহ একটি দুর্দান্ত অডিও এক্সপেরিয়েন্স প্রদান করে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৭,১০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ এসেছে রিয়েলমি প্যাড। এমনকি এটি রিভার্স চার্জিংয়ের জন্যও ব্যবহার করা যেতে পারে।