লঞ্চের পর প্রথমবার সবচেয়ে কম দামে, 50 মেগাপিক্সেল ক্যামেরার Smartphone এখন 10 হাজার টাকার কমে

৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের Poco M5 এর বেস ভ্যারিয়েন্টের এমআরপি ১৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এই ডিভাইসটি ৩৭% ছাড়ের পরে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে

বাজেট সেগমেন্টে একের পর এক স্মার্টফোন লঞ্চ হওয়ায় অনেক সময় সেরা ডিভাইসটি বেছে নেওয়া কঠিন। তাই আপনি যদি ১০,০০০ টাকার কম দামের কোনো ফোন খুঁজে থাকেন এবং কোন মডেলটি নেওয়া লাভজনক হবে তা মনস্থির করতে না পারেন, তাহলে এই প্রতিবেদনটি পড়ুন। এখানে আমরা একটি স্মার্টফোনের কথা বলবো, যার দাম ১০,০০০ টাকার কম। এই ফোনের নাম Poco M5। ই-কমার্স সাইট Flipkart এখন এই ডিভাইসটির উপর আকর্ষণীয় অফার দিচ্ছে।

Poco M5 এর উপর পাওয়া যাচ্ছে ডিসকাউন্ট অফার

৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের Poco M5 এর বেস ভ্যারিয়েন্টের এমআরপি ১৫,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্টে এই ডিভাইসটি ৩৭% ছাড়ের পরে ৯,৯৯৯ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এছাড়া ক্রেতারা যদি এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে ১০ শতাংশ ছাড় পাবেন। আর ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে থাকছে ৫ শতাংশ ক্যাশব্যাক। 

আবার ক্রেতারা যদি পুরানো ফোন বদলে Poco M5 কেনেন তাহলে ৯,৪৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে এই এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করবে পুরনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর।

Poco M5-এর স্পেসিফিকেশন ও ফিচার

পোকো এম৫ ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে, যা ৯০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে গরিলা গ্লাস থ্রি প্রোটেকশন। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক সফটওয়্যার। আর মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

পোকো এম৫ এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরসহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য পোকোর ফোনে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।