Xiaomi Fan Festival: ফ্যানদের জন্য দারুণ সব চমক নিয়ে হাজির হচ্ছে শাওমি, তৈরি তো!

শাওমি (Xiaomi) তাদের বার্ষিক ইভেন্ট, শাওমি ফ্যান ফেস্টিভ্যাল (XFF 2024)-এর জন্য প্রস্তুতি নিচ্ছে। এটি মূলত শাওমি অনুরাগীদের সাথে ব্র্যান্ডের মধ্যেকার সংযোগকে উদযাপন করে। এক্সএফএফ-এর এই বছরের থিম হল ‘আমাদের আইকনিক মুহূর্ত’। অনুষ্ঠানে চীনা ব্র্যান্ডটি তাদের বেশ কিছু জনপ্রিয় প্রোডাক্টের বিশেষ সংস্করণ প্রদর্শনের পরিকল্পনা করেছে, যার মধ্যে রয়েছে – Redmi Buds 5 Pro ইয়ারবাডস, Redmi Watch 4 স্মার্টওয়াচ এবং Redmi Note 13 Pro Plus 5G স্মার্টফোন। প্রতিটিই অভিনব রঙে প্রকাশ করা হবে বলে শোনা যাচ্ছে।

Xiaomi Fan Festival-এ একাধিক প্রোডাক্টের নয়া কালার অপশন প্রকাশ হবে

শাওমি ফ্যান ফেস্টিভ্যালে রেডমি বাডস 5 প্রো নতুন ল্যাভেন্ডার রঙে সামনে আনা হবে। সেমি-ইন-ইয়ার ফিট ও সিলিকন টিপসের মতো আসল ডিজাইন এলিমেন্ট ধরে রাখা হলেও, এতে জল ও ধুলো প্রতিরোধ, 52 ডেসিবেল (dB) পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন এবং 360 ডিগ্রি স্পেসিয়াল অডিও ফিচার যোগ করা হবে। কোম্পানি এই ইয়ারবাডে দীর্ঘ ব্যাটারি লাইফের প্রতিশ্রুতি দেয় (কেস সহ 38 ঘন্টা পর্যন্ত) ও নয়েজ ক্যান্সেলেশন ছাড়া পৃথক ইয়ারবাড ব্যবহারে 10 ঘন্টা পর্যন্ত এবং নয়েজ ক্যান্সেলেশনের সাথে 6.5 ঘন্টা।

অন্যদিকে, রেডমি ওয়াচ 4 হলুদ ব্যান্ড এবং রূপালী ফ্রেমের সাথে আসতে চলেছে। এতে অ্যালুমিনিয়াম অ্যালয় বডি এবং স্টেইনলেস স্টিলের ক্রাউন বজায় থাকবে। স্মার্টওয়াচটিতে 1.97 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) স্ক্রিন রয়েছে, যা 200টিরও বেশি ওয়াচ ফেস সাপোর্ট করে এবং হৃদস্পন্দন এবং রক্তের অক্সিজেন স্তর ট্র্যাকিংয়ের মতো বিভিন্ন হেল্থ মনিটরিং ফিচার রয়েছে৷ প্রায় 20 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে।

অবশেষে, শাওমি ফ্যান ফেস্টিভ্যালে উন্মোচিত হতে চলা Redmi Note 13 Pro Plus 5G-এর স্পেশাল এডিশনে সিলভার কালারের ব্যাক প্যানেল থাকবে। এই স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড স্ক্রিন রয়েছে, যা 1.5কে রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং MediaTek Dimensity 7200 Ultra চিপসেট বিদ্যমান। Note 13 Pro Plus 5G 120 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে।