Apple AirPods 3, AirPods Pro, AirPods Max ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

বেশ কিছু নতুন ফিচার সহ AirPods সিরিজের জন্য নয়া সফটওয়্যার আপডেট আনল Apple। যদিও ফিচারগুলির বিষয়ে কোনো তথ্য কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ নেই। নতুন এই আপডেটের ফার্মওয়্যারের ভার্সন নম্বর হল 4C165, যা AirPods, AirPods 2, AirPods 3, AirPods Pro এবং AirPods Max এর নতুন মডেলের জন্য রোলআউট হচ্ছে। উল্লেখ্য, তিন সপ্তাহ আগেই এদের জন্য প্রথম আপডেট আনা হয়েছিল।

বলার অপেক্ষা রাখে না যে, নতুন আপডেট এয়ারপডস সিরিজের ইয়ারবাড এবং হেডফোনগুলিকে আরও ভাল পারফর্ম করতে সাহায্য করবে। এদিকে AirPods সিরিজের জন্য নতুন আপডেট আসলেও, Apple-এর সাব ব্র্যান্ড, Beats-এর হেডফোন এবং ইয়ারফোনের জন্য কোনো আপডেট রোল আউট করা হবে কি না তা জানা যায়নি।

AirPods-এ সফটওয়্যার আপডেট করার পদ্ধতি

Apple AirPods-এ নতুন ফার্মওয়্যারগুলি আপডেট করা কিছুটা জটিল। তবে সে ক্ষেত্রে সংস্থা একটা সহজ উপায় বাতলে দিয়েছে। ব্যবহারকারীদের তাদের এয়ারপড অন করে ব্লুটুথের মাধ্যমে আইফোনের সঙ্গে কানেক্ট করতে হবে। তখন সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবেই ডাউনলোড এবং ইন্সটল হয়ে যাবে। এই আপডেট সম্পর্কে নিশ্চিত হতে ব্যবহারকারীদের নিম্নলিখিত কয়েকটি স্টেপ অনুসরণ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

প্রথমে, আইফোনের সেটিং অ্যাপ খুলে ব্লুটুথ মেনুতে যেতে হবে। এরপর, ডিভাইসের লিস্ট থেকে এয়ারপড অপশন বেছে নিতে হবে।

এরপর ‘I’ লেভেলে ট্যাপ করতে হবে। এবার ব্যবহারকারীরা নতুন ফার্মওয়্যার ভার্সন নম্বরগুলি দেখতে পাবেন।

ব্যবহারকারীর এয়ারপডের ফার্মওয়্যার নম্বর যদি 4C165 দেখতে পান, তাহলে বুঝতে হবে এয়ারপডটির আপডেট সফল হয়েছে। কিন্তু বারবার ইনবক্সে যদি অন্য কিছু দেখায় তাহলে ব্যবহারকারীকে পুনরায় এয়ারপডটিকে আইফোনের সঙ্গে কানেক্ট করে আপডেট ইনস্টল করতে হবে।