টপ স্পিড প্রায় 160, এক চার্জে চলবে 132 কিমি, দুর্দান্ত ইলেকট্রিক ADV বাইক নিয়ে এল Baran Energy

একটা সময় ব্যাটারি চালিত সাধারণ মানের স্কুটার রাস্তায় দেখা পেলেও ইলেকট্রিক বাইক সেই অর্থে চোখে পড়ত না। তবে সাম্প্রতিক কালে পরিস্থিতি বদলেছে।কমিউটার থেকে শুরু করে  ক্রুজার সেগমেন্টে পা রাখছে নানা ইলেকট্রিক বাইক। হালে বাজারে এসেছে ইলেকট্রিক ক্যাফে রেসারও। আর এখন হাজির হল ব্যাটারিচালিত অ্যাডভেঞ্চার মোটরসাইকেল। ইন্দোনেশিয়ার সংস্থা Baran Energy এমনই এক অ্যাডভেঞ্চার বাইক লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছে।

Anubis Cruisercross নামক এই ইলেকট্রিক অ্যাডভেঞ্চার বাইকটি দেখলে আপনার হলিউডি সিনেমায় বিখ্যাত অভিনেতা টম ক্রুজের চালানো সেই সমস্ত বাইকগুলির কথা মনে পড়বেই। একদম ছিমছাম ডিজাইনের এই বাইকটি অনেকটা ভবিষ্যতের কথা ভেবে বানানো। উপরন্তু, বডি প্যানেলগুলি অনেক বেশি পরিমিত এবং বাইকটি দেখতে যথেষ্ট পেশিবহুল ও শার্প।

অ্যাডভেঞ্চার লুককে আরো বেশি করে প্রকাশ করতে সামনে খানিকটা পাখির ঠোঁটের মত বেরোনো অংশ দেখা যায়। এর পাশাপাশি সামনের ফর্কটিকে অসাধারণ মাসকুলার প্যানেল দিয়ে ঘিরে রাখা রয়েছে ও এর ব্যাটারির বাইরের অংশের ঢাকনাটিও যথেষ্ট চিত্তাকর্ষক। বাইকটি ৪৬.৬ পিএস ও ১০৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। Anubis Cruisercross-এ শক্তি যোগাতে রয়েছে ৬.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক।

সংস্থার দাবি, এতে ঘন্টা প্রতি সর্বোচ্চ ১৫৮ কিলোমিটার গতি তোলা যাবে। সম্পূর্ণ চার্জে আরবান মোডে ১৩২ কিমি পাড়ি দিতে সক্ষম এই ট্যুরার। অ্যাডভেঞ্চার রাইডে যাওয়ার ক্ষেত্রে এতটা কম রেঞ্জ কতটা যুক্তিযুক্ত, তা ভাবার বিষয়। সাসপেনশনের জন্য সামনে আধুনিক ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক সেটআপ দেওয়া হয়েছে। উভয়দিকেই ডিস্ক ব্রেক বর্তমান। অফ রোডিং এর কথা ভেবে এই বাইকে ব্লক প্যাটার্ন টায়ার যুক্ত স্পোক হুইল রয়েছে। আধুনিক বৈশিষ্টগুলির মধ্যে রয়েছে এলইডি লাইটং সেটআপ ও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। এর ফুয়েল ট্যাঙ্কের জায়গাটি স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবে।