Nothing ব্র্যান্ডের CMF Phone 1 আসছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরার সাথে, দাম থাকবে ২০ হাজার টাকার কম

টেক ব্র্যান্ড নাথিং আগামী সপ্তাহে ভারতের বাজারে তাদের নতুন সাব-ব্র্যান্ডের অধীনে ফোন, ইয়ারবাডস ও স্মার্টওয়াচ লঞ্চ করতে চলেছে। আজ্ঞে হ্যাঁ, আগামী ৮ জুলাই সিএমএফ বাই নাথিং-এর প্রথম স্মার্টফোন সিএমএফ ফোন ১, সিএমএফ বাডস প্রো ২ ইয়ারবাডস এবং সিএমএফ ওয়াচ প্রো ২ স্মার্টওয়াচ ভারতে আসছে। ইতিমধ্যেই সংস্থার প্রথম ডিভাইসটির ক্যামেরা ডিজাইন ও স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। পাশাপাশি একটি টিজারে সিএমএফ ফোন ১ ডিভাইসের ক্যামেরা ডিজাইনও শেয়ার করা হয়েছে।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ সংস্থাটি তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে জানিয়েছে, সিএমএফ ফোন ১-এর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা মডিউল থাকবে। টিজার পোস্টে দেখা যাচ্ছে, ফোনের রিয়ার মডিউলের উপরের দিকে বাঁদিকে ভার্টিকাল পিল শেপড ক্যামেরা মডিউল দেওয়া হবে। এতে দুটি আলাদা সার্কুলার ইউনিটে ক্যামেরা সেন্সর থাকবে। জানা গিয়েছে, এই ডিভাইসে নতুন ডেডিকেটেড ক্যামেরা ফিচারও পাবেন ব্যবহারকারীরা। কালো, নীল, হালকা সবুজ এবং কমলা রঙে পাওয়া যাবে এই ফোন।

নতুন ক্যামেরা ডিজাইন দেখা যাবে সিএমএফ ফোন ১-এ

টিজার ইমেজে দেখা গেছে যে সিএমএফ ফোন ১ এর ক্যামেরা মডিউলটি সামান্য উত্থাপিত থাকবে এবং এর রঙ পিছনের প্যানেলের বাকি অংশের তুলনায় ভিন্ন রাখা হবে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলে থাকা প্লেটটি সরিয়ে ফেলা যাবে বলে মনে করা হচ্ছে। এই মুহুর্তে এটি পরিষ্কার নয় যে এটি কেবল ডিজাইন নাকি এর সাহায্যে কোনো সুবিধা পাওয়া যাবে।

সিএমএফ ফোন ১ এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার

আগের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, সিএমএফ ফোন ১ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এর মাধ্যমে আপনি দুই দিন পর্যন্ত ব্যাটারি লাইফ পাবেন। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসর ও ৮ জিবি র‌্যাম দেওয়া হবে। এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এইচডিআর+ সাপোর্ট এবং ২,০০০ এনএম পিক ব্রাইটনেস সহ ৬.৬৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

ক্যামেরার কথা বললে, এই ডিভাইসে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে। এদিকে জল ও ধুলো প্রতিরোধ করার জন্য থাকবে আইপি৫২।

সিএমএফ ফোন ১ এর ভারতে দাম

সিএমএফ ফোন ১ ডিভাইসটির দাম ২০,০০০ টাকার কম রাখা হবে এবং এটি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। লঞ্চ অফারের সাথে ফোনটি ১৫,৯৯৯ টাকা থেকে পাওয়া যেতে পারে।