এই অ্যাপ থাকলেই স্মার্টফোন হয়ে যাবে টিভি ও এসি রিমোট, আপনি ডাউনলোড করছেন তো?

বর্তমানে স্মার্টফোন যে সকলের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সে কথা আর বলার অপেক্ষা রাখেনা। আর এর বড়ো কারণ হলো, এখন এর ব্যবহার কেবল কল আর মেসেজিং-এর মধ্যে সীমাবদ্ধ নেই, বরং স্মার্টফোনের মাধ্যমে দৈনন্দিন জীবনের নানান কাজ, অফিস, শিক্ষা এবং বিনোদনের চাহিদাও মেটানো সম্ভব। এই বিষয়গুলি তো অনেকেই জানেন, তবে এটা জানেন কি যে মাত্র কয়েকটি কৌশল অবলম্বন করলেই আপনার স্মার্টফোন হয়ে উঠবে একটি আস্ত রিমোট। আর তারপর এর সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারবেন টিভি এবং এসির মতো একাধিক ডিভাইস।

আপনি যদি আপনার স্মার্টফোনটিকে রিমোট হিসেবে ব্যবহার করতে চান, তাহলে দুটি পদ্ধতিতে এটি করতে পারবেন। আর এই পদ্ধতিগুলি হল-

১) ব্যবহার করুন ‘আই আর ব্লাস্টার অ্যাপ’ –

কিছু স্মার্টফোনে আইআর ব্লাস্টার সুবিধা উপস্থিত থাকে, যা ডিভাইসটিকে ইনফ্রারেড সিগন্যাল পাঠানোর ক্ষমতা দেয়। আর এই আইআর ব্লাস্টার ব্যবহার করার জন্য আপনাকে শুধু একটি আই আর ব্লাস্টার অ্যাপ ডাউনলোড করে ডিভাইসে সেটআপ করতে হবে। যারপর আইআর সিগন্যাল ব্যবহার করে আপনি সহজেই টিভি, স্টেরিও সহ অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন।

২) ওয়াইফাই বা ব্লুটুথ-এর মাধ্যমেও এই কাজ করতে পারবেন-

কিছু লেটেস্ট স্মার্টফোনে ওয়াইফাই অথবা ব্লুটুথ ব্যবহার করে ব্যবহারকারীরা সেটিকে রিমোটে পরিণত করতে পারেন। আর এর জন্য শুধুমাত্র স্মার্টফোন এবং যাকে নিয়ন্ত্রণ করতে চান সেই ডিভাইসটিকে একই ওয়াইফাই নেটওয়ার্ক বা ব্লুটুথ-এর সাথে সংযুক্ত করতে হবে। তারপরে স্মার্টফোনে ওয়াইফাই/ব্লুটুথ রিমোট অ্যাপ ইন্সটল করে অন্যান্য ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারবেন।

প্রসঙ্গত, আপনার সুবিধার্থে নিচে কিছু আই আর ব্লাস্টার অ্যাপ এবং ওয়াইফাই/ব্লুটুথ রিমোট অ্যাপের তালিকা দেওয়া হল –

  • আই আর ব্লাস্টার অ্যাপ – এনিমোট স্মার্ট আই আর রিমোট এবং সিওর ইউনিভার্সাল রিমোট।
  • ওয়াইফাই ব্লুটুথ রিমোট অ্যাপ – গুগল টিভি, রোকু, অ্যামাজন ফায়ার টিভি এবং অ্যাপল টিভি।