বিক্রি শুরু হল iQOO U5-এর, দুর্দান্ত ফিচারের এই ফোনের দাম জেনে নিন

চীনা সংস্থা আইকোর নতুন স্মার্টফোন iQOO U5 চীনের বাজারে চলতি সপ্তাহেই আত্মপ্রকাশ করেছে। ফোনটি iQOO U3-এর উত্তরসূরি হিসেবে বাজারে এসেছে। উন্মোচনের দিন থেকেই ফোনটি ভিভো (Vivo) সাইটে স্পেসিফিকেশন সহ তালিকাভুক্ত রয়েছে। তবে সংস্থার তরফে লঞ্চের দিন এর দাম ও লভ্যতা জানানো হয়নি। কিন্তু আজ iQOO U5 স্মার্টফোনটির মূল্য এবং উপলব্ধ নিশ্চিত করেছে কোম্পানি। চীনের বাজার এই ফোনটির দাম শুরু হচ্ছে ১৫,৩৩১ টাকা থেকে এবং ২০২২-এর ১ লা জানুয়ারি থেকে iQOO U5 ফোনটির ওপর প্রথম সেল শুরু হবে। এই ফোনে পাওয়া যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, সর্বাধিক ৮ জিবি র‍্যাম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ।

আইকো ইউ৫ -এর দাম ও লভ্যতা (iQOO U5 Price and Availability)

আইকো ইউ৫ ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে চীনের বাজারে পাওয়া যাবে। এর ৪ জিবি+ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১,২৯৯ ইউয়ান (আনুমানিক ১৫,৩৩১ টাকা)। এছাড়াও আইকো ইউ৫ স্মার্টফোনটির আরও দুটি ভ্যারিয়েন্ট ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম যথাক্রমে ১,৩৯৯ ইউয়ান (আনুমানিক ১৬,৫০৪ টাকা) ও ১,৪৯৯ ইউয়ান (আনুমানিক ১৭,৬৮৬ টাকা)। আইকোর এই হাই বাজেট ফোনটি ম্যাজিক ব্লু, সিলভার হোয়াইট ও ডার্ক ব্ল্যাক – এই তিনটি কালারের বেছে নেওয়া যাবে। আজ (২৪ ডিসেম্বর, ২০২১) থেকেই iQOO U5 স্মার্টফোনটি প্রি-অর্ডার করা যাবে এবং আগামী বছর ১ জানুয়ারি থেকে এই ফোনের সেল শুরু হবে। তবে এর আন্তর্জাতিক লভ্যতা সম্পর্কে কিছু জানা যায়নি।

আইকো ইউ৫ -এর স্পেসিফিকেশন (iQOO U5 Specifications)

আইকোর তরফে আইকো ইউ৫ ফোনটির স্পেসিফিকেশন এর আগেই প্রকাশ করা হয়েছে। এই ফোনে দেখা যাবে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। নিরাপত্তার জন্য এই ফোনে দেওয়া হয়েছে অত্যাধুনিক সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির জন্য এই ফোনে বর্তমান ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট। এই ইউনিটের ভেতর রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য iQOO U5 ফোনের সামনে ওয়াটার ড্রপ নচের ভেতর দেখা যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ফোনটি সর্বাধিক ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম ও ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ সহ বাজারে পা রেখেছে। iQOO U5 স্মার্টফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক আইকো ইউআই ১.০ (iQOO UI 1.0) কাস্টম স্কিনে ও এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য আছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০এমএএইচ ব্যাটারি।