Moto G85 স্মার্টফোনের দাম ভারতে অফিশিয়াল লঞ্চের আগের দিনই ফাঁস!

মোটোরোলা তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে মোটো জি৮৫ গত মাসে ইউরোপে লঞ্চ করেছিল। সেখানে সাফল্য পাওয়ার পর এবার ফোনটি ভারতে নিয়ে আসছে তারা। মোটো জি৮৫…

মোটোরোলা তাদের নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে মোটো জি৮৫ গত মাসে ইউরোপে লঞ্চ করেছিল। সেখানে সাফল্য পাওয়ার পর এবার ফোনটি ভারতে নিয়ে আসছে তারা। মোটো জি৮৫ এদেশে লঞ্চ হতে চলেছে আগামীকাল। বিভিন্ন দেশে বিক্রি হওয়ার সুবাদে ফোনটির স্পেসিফিকেশন অজানা নেই। এবার লঞ্চের আগের দিনই ভারতে ডিভাইসটির দাম ফাঁস হয়ে গেল।

ভারতে মোটো জি৮৫ স্মার্টফোনের দাম

একটি টেক নিউজের রিপোর্ট অনুযায়ী, গুগল অ্যাডে মোটো জি৮৫-এর দাম খুঁজে পাওয়া গিয়েছে। যা ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ অপশন। এই হাই-এন্ড ভ্যারিয়েন্টটি ১৮,৯৯৯ টাকায় লঞ্চ করবে মোটোরোলা। তবে মনে রাখবেন, এটি আসল লিস্টেড প্রাইস নয়। ব্যাঙ্ক ও কার্ড অফার ধরে এই দাম। এছাড়া, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে মোটো জি৮৫, যা ফোনটির বেস মডেল হবে।

স্পেসিফিকেশনের কথা বললে, মোটো জি৮৫ তার ইউরোপীয় ভ্যারিয়েন্টের মতোই হার্ডওয়্যার অফার করবে। এতে থাকবে ৬.৬৭ ইঞ্চি পোলেড কার্ভড ডিসপ্লে, যার রেজোলিউশন ফুল-এইচডি প্লাস, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্টজ, এবং পিক ব্রাইটনেস ১৬০০ নিটস। ফোনটিতে আইপি৫২ ওয়াটার রেজিট্যান্স আছে। এতে অ্যান্ড্রয়েড ১৫ প্রি-ইন্সটলড থাকবে।

মোটোরোলার এই স্মার্টফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে। সামনে মিলবে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। প্রসেসর হিসাবে ব্যবহার হবে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৩। সবশেষে পাওয়ার ব্যাকআপের জন্য উপস্থিত ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।