Motorola Moto Edge 30 Pro গ্লোবাল মার্কেটে Moto X30 ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসছে, ফাঁস রেন্ডার

গত ডিসেম্বরে চীনের বাজারে মোটোরোলা প্রথম কোয়ালকমের লেটেস্ট প্রসেসর, স্ন্যাপড্রাগন ৮ জেন ১ সহ লঞ্চ করে Motorola Moto X30 ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি। আর তারপর থেকেই গুঞ্জন চলছে বিশ্ববাজারে এই ফোনটি শীঘ্রই পা রাখবে, তবে চীনের বাইরে এই মডেলটি X30 -এর পরিবর্তে Motorola Moto Edge 30 Pro নামে আত্মপ্রকাশ করবে বলেই মত প্রযুক্তিমহলের একাংশের। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রিপোর্টে এই হ্যান্ডসেটটির প্রসঙ্গ উঠে এসেছে। এখন আবার এক জনপ্রিয় টিপস্টার এই ফোনটির অফিশিয়াল রেন্ডার প্রকাশ্যে এনেছেন। এর মাধ্যমে Moto 30 সিরিজের ‘Pro’ মডেলটির ডিজাইন সম্পর্কে জানা গেছে। আশা করা হচ্ছে এই ফোনটি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে।

ফাঁস হল Motorola Moto Edge 30 Pro -এর রেন্ডার

মাইস্মার্টপ্রাইস-এর সহযোগিতায় টিপস্টার সুধাংশু আম্ভোরে প্রকাশ করেছেন মোটোরোলা মোটো এজ ৩০ প্রো ফোনের অফিশিয়াল রেন্ডারগুলি।

টিপস্টার দাবি করেছেন, XT2201-4 মডেল নম্বরের Moto Edge 30 Pro-র গ্লোবাল সংস্করণে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে এবং ব্যাক প্যানেলের নীচে বাম কোণে জনপ্রিয় মোটোরোলার “ব্যাটউইং” লোগোটি অবস্থান করবে। এই প্রসঙ্গে জানাই, চীনে লঞ্চ হওয়া Motorola Moto Edge X30 মডেলের সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ব্যাক প্যানেলের মাঝে মোটোরোলা লোগোটি দেখতে পাওয়া যায়। এছাড়া ডিজাইনের দিক থেকে এই ফোন দুটি অভিন্ন। Moto Edge 30 Pro ফোনটি পার্ল হোয়াইট এবং ব্ল্যাক এই দুই কালার অপশনে লঞ্চ হবে বলে মনে করা হচ্ছে। রেন্ডার অনুযায়ী, আসন্ন ফোনটির স্ক্রিনের ওপরের মাঝ বরাবর ফ্রন্ট ক্যামেরা জন্য থাকবে পাঞ্চ-হোল কাটআউট। ডিম্বাকৃতির রিয়ার ক্যামেরা সেটআপে তিনটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে এবং ডান প্রান্তে ভলিউম আপ/ডাউন এবং পাওয়ার বাটন থাকবে।

মোটোরোলা মোটো এজ ৩০ প্রো- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Motorola Moto Edge 30 Expected Specifications)

পূর্বের রিপোর্টগুলি থেকে জানা গেছে, Motorola Moto Edge 30 Pro ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ HDR10+ POLED ডিসপ্লে থাকবে বলে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ। আসন্ন ডিভাইসে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। কিছুদিন আগে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চেও হ্যান্ডসেটটিকে স্পট করা হয়েছিল। সাইটের লিস্টিং অনুযায়ী, এই ফোনটি ১২ জিবি র‍্যাম সহ আসবে। এছাড়াও হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম চলবে এবং সম্ভবত এতে মাই ইউএক্স (MyUX) ইউজার ইন্টারফেস পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটের ট্রিপল ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা থাকতে পারে। ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৬০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া,পাওয়ার ব্যাকআপের জন্য Motorola Moto Edge 30 Pro ফোনে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।