iPhone 14 সিরিজের পর পরই বাজারে আসছে Apple iPad, ফাঁস হল ফিচার

প্রতিবছরের মতই এবারেও ২০২২ সালের তৃতীয় প্রান্তিক থেকে, পরবর্তী আইফোন (iPhone) সিরিজ লঞ্চের অপেক্ষায় দিন গুনছে একাংশ প্রিমিয়াম ডিভাইসপ্রেমী এবং প্রযুক্তিমহল। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে Apple (অ্যাপল) তার নেক্সট-জেন iPhone 14 (আইফোন ১৪) সিরিজের ওপর থেকে পর্দা সরাবে এমনটাই বারবার শোনা যাচ্ছে। এমনকি মার্কিনি সংস্থাটি এই নতুন স্মার্টফোনগুলির সাথে Watch Series 4 লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে এমনটাও সম্প্রতি দাবি করা হয়েছে। তবে সূত্রের মতে শুধু নতুন আইফোন বা স্মার্টওয়াচ নয়, বরঞ্চ কোম্পানি শীঘ্রই একটি নতুন আইপ্যাড (iPad) মডেল চালু করতে পারে। সম্ভবত ফোন এবং ঘড়ি লঞ্চ করার পর, অক্টোবরে এই ডিভাইসটিকে সর্বসমক্ষে আনতে পারে Apple।

অ্যাপলের নতুন আইপ্যাডের সম্ভাব্য ফিচার (New Apple iPad expected features)

শুধু লঞ্চের সম্ভাবনা নয়, নতুন মিডিয়া রিপোর্টে আসন্ন আইপ্যাডের ফিচার সম্পর্কেও কিছু ধারণা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আইপ্যাডটি ১০.৫ ইঞ্চি সাইজের ডিসপ্লেসহ আসবে বলে মনে করা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এটিতে ৫জি (5G) সাপোর্ট পাওয়া যাবে। অন্যদিকে এটি এ১৪ (A14) বায়োনিক প্রসেসর, ইউএসবি টাইপ সি পোর্টের মত বৈশিষ্ট্যও বহন করতে পারে। এর মধ্যে নতুন iPad Pro (আইপ্যাড প্রো) মডেল এম২ (M2) চিপসেটের সাথে আসার সম্ভাবনা রয়েছে।

আসবে নতুন সফ্টওয়্যারও

একগুচ্ছ নতুন ডিভাইসের পাশাপাশি, জনপ্রিয় প্রিমিয়াম ডিভাইস নির্মাতা অ্যাপল নিজের ইভেন্টে একটি নতুন অপারেটিং সিস্টেম লঞ্চ করতে পারে। এটি iPadOS 16 (আইপ্যাড ওএস) নামে সংস্থার ট্যাবলেটগুলির জন্য আসবে।

ভারতের ট্যাবলেট মার্কেটে Apple-এর অবস্থান

সিএমআর (CMR) ট্যাবলেট পিসির মার্কেট রিপোর্ট অনুযায়ী, ভারত, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ৬৮% বার্ষিক প্রবৃদ্ধির (YoY গ্রোথ) মুখ দেখেছে। ওই সময় এদেশে 4G ট্যাবলেট বিক্রি হয়েছে ৬৫%, যার মধ্যে Apple-এর শেয়ার ১৯%। তুলনায় দামী হওয়া সত্ত্বেও সংস্থার iPad ডিভাইসগুলি এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বেশি বিক্রি হয়েছে, বলতে গেলে তিনমাসে ৩৪% বিক্রি বাড়িয়েছে আধ খাওয়া আপেলের লোগোযুক্ত এই ট্যাবলেট।