পুরানো গাড়ির রেজিস্ট্রেশন রিনিউয়ালের খরচ অনেকটাই বাড়াল কেন্দ্র

Avatar

Published on:

১৫ বছরের বেশি বয়সের গাড়ি নথিভুক্তকরণের ক্ষেত্রে অতিরিক্ত খরচ হবে বলে ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, গাড়ির বয়স ১৫ বছরের বেশি হলে, নথিভুক্তকরণের সময় মোট ৫ হাজার টাকা খরচ করতে হবে। আইনটি কার্যকর হচ্ছে ২০২২-এর এপ্রিল মাস থেকে।

প্রসঙ্গত, বর্তমানে নতুন গাড়ি নথিভুক্তকরণে খরচ হয় ৬০০ টাকা। নতুন নিয়মে ১৫ বছরের বেশি বয়সের গাড়ির লাইসেন্স নবীকরণে খরচ হবে পাঁচ হাজার টাকা। অর্থাৎ এবার তা আটগুণ বেড়ে যাবে। আবার ২০২২ সালের এপ্রিল থেকে ১৫ বছরের পুরনো মোটরবাইকের রেজিস্ট্রেশন রিনিউয়ালে দিতে হবে ১ হাজার টাকা। এখন নতুন বাইকের ক্ষেত্রে লাগে ৩০০ টাকা।

মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে, বর্তমানে বাস ও ট্রাকের ফিটনেস সার্টিফিকেট নবায়নের ক্ষেত্রে যত টাকা খরচ হয়, নতুন নিয়মে ১৫ বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি মালিকদের প্রায় আট গুণ টাকা দিতে হবে। ১৫ বছরের পুরনো বাস বা ট্রাকের ক্ষেত্রে বার্ষিক ১২ হাজার ৫০০ টাকা দিতে হবে। তবে মাঝারি সাইজের মালপত্র বহনকারী বা যাত্রীবাহি গাড়ির ক্ষেত্রে সেই খরচ ১০ হাজার টাকা।

উল্লেখ্য, ভেহিকেল স্ক্র্যাপেজ পলিসি অনুযায়ী, ২০২৩ সালের এপ্রিল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে তবেই ভারী বাণিজ্যিক গাড়ি রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হবে। অন্যান্য গাড়ির ক্ষেত্রেই একই পন্থা নেওয়া হতে পারে ২০২৪ সালের জুন মাস থেকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সঙ্গে থাকুন ➥