2022 Triumph Tiger-এর আত্মপ্রকাশ ঘটছে 7 ডিসেম্বর, ভারতে লঞ্চ হতে পারে জানুয়ারি মাসেই

Published on:

কখনও ভিডিও টিজার বা কখনও রেড টেস্টিংয়ের ছবি, হালে নতুন Tiger 1200 অ্যাডভেঞ্চার ট্যুরার মোটরসাইকেলের আপডেট এভাবেই দিতে দেখা গিয়েছে ট্রায়াম্ফকে। এবার সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবেই জানিয়ে দেওয়া হল, আগামী ৭ ডিসেম্বর গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে নতুন Triumph Tiger 1200। এটি হয়তো জানুয়ারি মাসেই ভারতে পা রাখতে পারে।

মোটরসাইকেলের প্রোটোটাইপ মডেলের ছবি বা ভিডিও দেখে অনুমান করা যায় যে, এতে লিন ডিজাইন, টুইন পড হেডলাইট, সেমি ফেয়ারিং ডিজাইন, লম্বা উইন্ডস্ক্রিন, স্প্লিট স্টাইল স্যাডেল, টল-সেট এগজস্ট, এবং টিউবলেস টায়ারের উপযোগী ক্রস স্পোক হুইল থাকবে।

2022 Triumph Tiger 1200-এর পারফরম্যান্স কেমন হবে, তা অজানা। তবে প্রধান প্রতিপক্ষ BMW R 1250 GS এবং Ducati Multistarda V4-এর সমান এর পাওয়ার আউটপুট হবে বলে আশা করা যায়। অফিসিয়াল টিজার ভিডিও অনুযায়ী, এই অ্যাডভেঞ্চার ট্যুরারে ফুল এলইডি লাইটিং এবং ব্লুটুথ সংযোগকারী টিএফটি কালার ডিসপ্লে দেখা যাবে।

এছাড়া আইএমইউ, কর্নারিং এবিএস, লিন সেন্সিটিভ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, হিটেড গ্রিপ, হিটেড সিট-সহ বিভিন্ন অত্যাধুনিক ফিচার পেতে পারে 2022 Triumph Tiger 1200।

সঙ্গে থাকুন ➥