5G Internet Speed: নেটওয়ার্ক খারাপ থাকায় দ্রুত ইন্টারনেট স্পিড পাচ্ছেন না? করুন এই সেটিংস

Avatar

Published on:

5G Internet Speed Increase

বর্তমানে বেশিরভাগ মানুষের কাছে 5G স্মার্টফোন থাকলেও দুর্বল ও খারাপ নেটওয়ার্কের কারণে কেউই প্রায় ভালো স্পিড পায়না। আর আপনিও যদি নেটওয়ার্ক থাকার পরেও ধীর গতির ইন্টারনেটের সমস্যায় পড়েন, তাহলে এই খবরটি আপনার জন্য। আজ আমরা আপনাদের জানাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দ্রুত ইন্টারনেট স্পিড পাওয়া যায়।

  • শুরুতেই বলি, যদি আপনি আপনার ফোনে ধীর গতির ইন্টারনেট স্পিড পান, তাহলে প্রথমে ফোনের সেটিংস চেক করুন। এরপর নেটওয়ার্ক সেটিংসে গিয়ে preferred type of network থেকে 5G বা Auto সিলেক্ট করুন।
  • এছাড়া নেটওয়ার্ক সেটিংসে গিয়ে Access Point Network (APN) এর সেটিংও চেক করুন, কারণ গতির জন্য সঠিক এপিএন থাকা জরুরি। এখানে ডিফল্টে সেট করে রাখা উচিত।
  • ফোনে উপস্থিত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলির উপর নজর রাখুন। Facebook, X এবং Instagram এর মতো অ্যাপ্লিকেশনগুলি ইন্টারনেট স্পিড হ্রাস করে এবং বেশি ডেটা খরচ করে। অ্যাপগুলির সেটিংসে যান এবং অটো-প্লে ভিডিও অপশন বন্ধ করুন। এছাড়াও ফোনের ব্রাউজার ডেটা সেভ মোডে সেট করুন।
  • এরপরও আপনি যদি ইন্টারনেট স্পিড না পান তবে আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংস পুনরায় সেট করুন। ডিফল্ট নেটওয়ার্ক সেটিংয়ে ভাল গতি পাওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে।
সঙ্গে থাকুন ➥