বাজারে নতুন পিসি আনলো Acer, দাম শুরু ১০ হাজার টাকা থেকে

Avatar

Published on:

এখনকার দিনে ল্যাপটপের জনপ্রিয়তা অধিক থাকলেও পিসি ও যে কম বিক্রি হয় এমন নয়। আপনিও যদি সেইসব গ্রাহকদের মধ্যে একজন হন যারা আজও ল্যাপটপের থেকে পিসি পছন্দ করেন তাদের জন্য এসার এবার বাজেট রেঞ্জে নতুন একটি পিসি নিয়ে এল। কোম্পানিটি Veriton N সিরিজে এই নতুন পিসি নিয়ে এসেছে। যার দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা থেকে। এটি তাদের জন্য ভালো হবে যারা কিছু মাসের জন্য ওয়ার্ক ফ্রম হোম করছেন অথবা অনলাইন ক্লাসের জন্য কম দামে পিসি খুঁজছেন।

Acer Veriton N সিরিজ দাম :

Acer Veriton N সিরিজে বেশ কয়েকটি পিসি কোম্পানি নিয়ে এসেছে। যদিও সবকটি পিসির তথ্য এখনও আমাদের কাছে আসেনি। তবে জানা গেছে এই সিরিজের দাম শুরু হয়েছে ৯,৯৯৯ টাকা। এতে ডুয়েল কোর প্রসেসর ও ৪ জিবি র‌্যাম থাকবে। আপনি এই পিসি কোম্পানির ওয়েবসাইট ছাড়াও অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।

Acer Veriton N সিরিজ স্পেসিফিকেশন :

আগেই বলেছি এসার ভেরিটোন এন সিরিজ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসেনি। এই বাজেট রেঞ্জের পিসিতে ৪ জিবি র‌্যাম দেওয়া হয়েছে, যা আরও বাড়ানো যাবে। এতে ডুয়েল কোর ও কোয়াড কোর প্রসেসর রয়েছে। যদিও কোন ভার্সন রয়েছে তা কোম্পানি সামনে আনেনি। এতে মোট ৬টি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। পিসি টি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। যদিও এই সিরিজের ডেস্কটপ সাইজ অনেক ছোট। যেগুলোর তথ্য আমরা এখনও পাইনি।

সঙ্গে থাকুন ➥